আমাদের কথা খুঁজে নিন

   

অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম...

কপিরাইট সাকিব ২০০৬-২০০৯: সামহোয়্যার ইন ব্লগ, সর্বস্বত্ত সংরক্ষিত

গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। গত কাল রাতের বৃষ্টিতে আমার লাইফে সবচেয়ে বেশী বৃষ্টিতে ভিজলাম বিকালের দিকে বাহিরে গিয়েছিলাম সন্ধা প্রায় 8 টার দিকে রিম-জিম বৃষ্টি শুরু হলো। কিন্তু বুঝতে পারিনি একটু পড়ে আরো বৃষ্টি শুরু হবে। তবে আসার সময় নৌ বাহিনীর বাস পেয়ে গেলাম। ভাবলাম অনেক আরামে ওয়র্াকশপ পৌচ্ছে যাওয়া যাবে।

ঐখান থেকে মেঙ্ িবা বাসে করে এয়ার হেড কোয়র্াটার পৌাচ্ছে যাবো। খুব সহজ চিন্তা করেছিলাম। কিন্তু আল্লাহ কখন যে কি করে তা বলা খুব কঠিন। বাসে উঠলাম যখন তখনই বাজে রাত 9 টা। তারপরে সব যাওগায় ছিলো প্রচন্ড জ্যাম।

সব জ্যাম পেরিয়ে আসতে আসতে বেজে গেল 9:45 । তারপর বাস এসে ওয়ার্কশপ না থেকে কচুক্ষেত চলে গেল। ঐ খান থেকে হেটে আবার ওয়র্াক শপ এসে ভাবলাম বাসে বা মেঙ্েিত করে বাসায় তাড়াতাড়ি যাওয়া যাবে। তখন রাত 10:25 এর মত হবে। কিন্তু তখন কোন বাস বা মেঙ্ িছিলো না।

এমণকি কোন রিকসাও পাইনি। শেষ পযনর্্ত হেটে হেটে গ্যারিসন চলে গেলাম। সেইখানে গিয়ে ভাগ্যভালো রিকসা পেলাম। ঐখান থেকে বাসায়। এর মধ্যে আমার শরীর ভিজে শেষ।

কিছুটা শীতও লাগছিলো। আর যে হারে বজ্রপাত হয়েছে সত্যি অনেক ভয় পেয়েছি। কিন্তু কিছু তো করার নেই। শেষ পযনর্্ত বাসায় আসছে রাত 11:05 বাজলো। সত্যি বলছি আমার আব্বু আম্মু।

তো আমার বন্ধু নয় বন্ধুর চেয়েও বেশী। আমিতো ভাবলাম আজকে অনেক বক্কা-বকি করবে। কিন্তু বাসায় যাওয়ার পড় শুকনো কাপড় দিয়ে আবার গোসল করে ফ্রেস হয়ে নেওয়া জন্য বললেন। অসংখ্য ধন্যবাদ আব্বু আম্মু। আল্লাহর রহমতে জ্বরও উঠে নাই।

আমি তো ভাবলাম হয়তো উঠতে পারে। ও আরো মজার ব্যাপার হলো আমার তিন জন একসাথে ঐ অবস্থায় পরেছি। এবং সবাই একই যাওগায় থাকি। ঐখানে একজন এর সাথে পরিচয় হলো যিনি আমার বন্ধু কিন্তু যখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তখন কার বন্ধু। বন্ধু তো বন্ধুই।

কিন্তু আমি তাকে চিনতে পারি নাই। যদিও হালকা-হালকা চেহারা মনে পড়ে। পড়ে অবশ্য অনেক অতীত ঘটনা নিয়ে আলাপ করার পড় আরো ভালোভাবে ভুঝতে পারলাম সে আসলেই আমার বন্ধু। ওর নাম মামুন। সত্যি অনেক ভালো।

তবে খুব খারাপ লাগছিলো এই ভেবে আমি তাকে চিনতে পারলাম কিন্তু ............সে.............. সত্যি অনেক মজা পেয়েছি বৃষ্টিতে ভিজে। নতুন অভিজ্ঞতা হলো। তবে জানি না পরীক্ষা থাকলে তার আগের দিন বৃষ্টিতে ভিজলে আমার জ্বর উঠে। কিন্তু পরীক্ষা না থাকলে সামান্য জ্বরও উঠে না। এর কোন ব্যাখ্যা আমার কাছে নাই।

আপনাদের কাছে কি আছে.............???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।