আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ফুটবলের আড়ালে:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

কে এবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় লাভ করবে? সেই ভাগ্যবান দলটি কি আপনার প্রিয় দল আর্জেন্টিনা, জার্মানী, ব্রাজিল, ইংল্যান্ড, মেক্সিকো, কোরিয়া, স্পেন? বিশ্বকাপ ফুটবল মাতিয়ে রেখেছে পুরো গোলার্ধ। প্রিয় দলের পতাকা উড়ছে ছাদের উপর। খেয়ে না খেয়ে হোক, দুপোর রাতে খেলা দেখতে হবে। খেলার সময় বিদু্যৎ চলে গেছে বলে পল্লী বিদু্যৎ কেন্দ্রে হামলাও হয়েছে। পতাকা তুলতে গিয়ে বিদু্যৎস্পৃস্ট হয়ে মারা গেছে এক অভাগা কিশোর ।

এরকম উন্মাদনার আড়ালে আছে একান্ত পছন্দের টীমের প্রতি অসম্ভব টান। কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণকারী আপনার প্রিয় টীমটির দেশের অবস্থা, জীবনমান, সেদেশের মানুষের সংগ্রাম ও সাফল্যের চিএ কি আপনার মনে একটুও নাড়া দেয়? সত্যি সত্যি কি জানতে চান, আপনার পছন্দের টীমের দেশটি সম্পর্কে? লন্ডনভিওিক বিশ্ব উন্নয়ন আন্দোলন (WDM) বিশ্বকাপের আড়ালে লুকিয়ে থাকা প্রিয় টীমের দেশটির জীবনধারার পরিসংখ্যান প্রকাশ করেছে। এঙ্গোলা থেকে অস্ট্রেলিয়া আর সুইডেন থেকে সৌদী আরবের মানুষের জীবনযাপন নিয়ে আগ্রহবোধ করলে নীচের লিংকটিতে টোকা দিয়ে দেখতে পারেন। বিশ্বকাপ ফুটবল অসম্ভব আনন্দ, বিনোদন, উওেজনা, উন্মাদনা সৃস্টি করছে। সেই একই উন্মাদনা ও প্রেরণা সৃস্টি হোক সারা বিশ্বের বঞ্চিত মানুষের জীবনমানে বৈপ্ল্লবিক পরিবর্তন আনতে।

জাগরণ আসুক সুষম ও শোষনহীন সমাজ গঠনে। প্রতিটি জয়ধ্বনির সাথে উওোলিত হোক মানবতার বিজয় পতাকা। নিজের হাতে পরখ করে দেখুন কোন দলের জন্য আপনি এবার উৎসব করবেন? আরো জানতে চাইলে: http://tinyurl.com/rcgzo

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.