আমাদের কথা খুঁজে নিন

   

একটি কুয়াশা ভেজা শীতের সকাল.......।তানভীর শাওন

২০০১ সাল ; একটি শীতের সকাল । আমি আর মিতু । ঘন কুয়াশায় ডাকা সমস্থ পরিবেশ । কনকনে শিত ;দারিয়ে আছি কলেজের বারান্দাতে । এমন সময় মনে হল হ্রীদয়ের আবেগ টাকে একটু জাগাই ।

বলে দেই মনের ঘভিরের কথা গুলো । কিন্তু কি ভাবে বলব মনে সাহস পাচ্ছি না । তাকিয়ে আছি শহিদ মিনারের পিলার গুলোর দিকে । ঠিক সেই সময় দেখি দুইটা চড়ুই পাখি আমাদের সামনে খেলা করছে । একটা চড়ুই আর একটা চড়ুইকে আলত ভাবে আদর করছে আর মৃদু ভাবে খাইয়ে দিচ্ছে ।

ঠিক সেই সময় মিতু আমাকে বলল শাওন তুমি আমাকে সারা জিবন এ ভাবে আমাকে ভালবাসতে পারবে আর এমন ভাবে আপন করে রাখবে । এ কথা শুনে আমি ভাবলাম / যে কথা ছিল আমার মনে তা সে নিজেই বলে দিল। নিয়তির কি গভির আগ্রাশন মনে মনে যা চিন্তা করছি বলব কিন্তু সাহস পাচ্ছি না আর আজ তা সে নিজেই বলে দিল। এই কথা শুনে আমার শরির এবং মুখ দুটাই বন্দ হয়ে গেল ;আমি তাকে কিছুই বলতে পারলাম না জবাব দিলাম মাথা নেড়ে । আর সে মুচকি হেসে চলে গেল তার শ্রেনী কক্ষে ।

শুরু হল ভালবাসার পদ যাএা ;আজও চলছে গতিহীন জিবনের প্রেম কাহিনী .......প্রেম হল আবেগ .......আর ভালবাসা হল হ্রীদয়ের গভির থেকে আগত জমান হাসি কান্না প্রেম আবেগ অনুভূতি সবকিছুর সংমিশ্রনের নাম ই হলো ভালবাসা ..। যেটা মানুষ ভুলতে পারে না ..। কষ্ট পেলেও ভুলতে পারেনা ...........................................................................................................................ঘটনাটি কল্পনা নয় ৮৫ ভাগ বাস্তব .;....। তানভীর সরকার শাওন :::: শোলারচর :মুন্সিগন্জ বাংলাদেশ বর্তমানে প্যারিশ শহরে অবস্থান করছি আর নিজের মাতৃভূমী কে অনূভব করছি ....অ আমার দেশের মাটি তুমার পরে ঠেকাই মাথা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.