আমাদের কথা খুঁজে নিন

   

হতাশায় মানুষের কি সমস্যা হতে পারে............তানভীর শাওন

হতাশা এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না । কিন্তু ধিরে ধিরে মানুষকে একটা অসুস্থের পথে নিয়ে যায় । যেমন আপনার জিবনের সাথে কেও জরিয়ে আছে সে আপনার থেকে অনেক দূরে পারছেন না তার কাছে যেতে আবার পারছেন না তাকে আপনার কাছে আনতে এটাই হল হতাশা । আর হতাশা থেকে আপনার মাথায় কিছু কাজ করবে না ভাল মন্দ বিবেচনা করতে পারবেন না । তখন হয়ত আপনার জিবন থেকে অনেক মূল্যবান জিনিস ও হারিয়ে ফেলতে পারেন ।

মানুষ যখন হতাশা গ্রস্থ হয় তখন সে একা থাকতে তার কাছে বিরক্ত মনে হয় । সে যখন একা থাকে তখন তার মাথায় ভিবিন্ন ধরনের জিনিস গোরপাক খায় আর এলোমেলো চিন্তা থাকে এমন কিছু করে বসে যা পরে তার নিজের জন্যই ক্ষতির কারন হিসেবে দাড়ায় । আপনাদের একটা কথা জানাই যে আপনার আশে পাশে বা আপনার আত্নিয় সজন যদি এই ধরনের সমস্যায় পরে তাহলে তাকে আপনারা অবহেলে করবেন না বরং তাকে মজার মজার গল্প শুনাবেন এবং তাকে কি ভাবে সাভাবিক অবস্থায় নিয়ে আশা যায় সেই বেপারে একটু সচ্চার হবেন। মনে রাখবেন অসুস্থ মানুষের সেবা করা যেমন উত্তম তেমনি একজন হতাশা গ্রস্থ মানুষের পাশে দাড়ান ও আপনার কর্তব্য । তাহলে আমরা হাজী মোহাম্মদ মহসিন বা মাওলানা ভাশানী বা হোসেন শহীদ সোরয়ারদির সোনার বাংলার একজন গর্ভিত বাঙ্গালী হিসেবে আমাদের পরিচয় দিতে পারব .........তানভীর শাওন.....।

(প্যারিশ থেকে ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.