আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় রাসায়নিক হামলার নিশ্চিত করেছে জাতিসংঘ

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলায় সারিন নার্ভ গ্যাস ব্যবহার হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ তদন্তকারীরা। সোমবার এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে জমা দিয়েছেন তদন্তদলের প্রধান তদন্ত কর্মকর্তা একে সেলস্ট্রোম।

২১ অগাস্টের সিরিয়ার দামেস্কর শহরতলীতে এ হামলা চালানো হয়।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, দামেস্কর ঘৌউতা এলাকায় হামলার ঘটনা তদন্তে সংগ্রীহিত তথ্য-প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত টানা যায় যে, সিরিয়ায় বিভিন্ন পক্ষের মধ্যে চলমান সংঘর্ষে শিশুসহ সাধারণ মানুষের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

হামলাস্থলের পারিপার্শ্বিক পরিবেশ থেকে পাওয়া নমুনাসহ রাসায়নিক এবং চিকিৎসা সংক্রান্ত বিশেষ কিছু নমুনা পরীক্ষায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য রকেটে করে নার্ভ গ্যাস সারিন ব্যবহারের সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে।

প্রতিবেদনটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিফিং দেয়ার পর গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলবেন বান।

রাসায়নিক অস্ত্র ব্যবহারের এ তদন্ত প্রতিবেদন অত্যন্ত হৃদয়বিদারক জানান বান কি মুন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.