আমাদের কথা খুঁজে নিন

   

"মামা ঈদের বখশিস"



2004 রমযান মাস; আমরা তিন বন্ধু বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওয়ারী যাচ্ছিলাম। বঙ্গবাজারের কাছে মাঝখানে কিছুটা পথ রিকশা যেতে দেয় না। দুজন ট্রাফিক দাড়িয়ে পাহাড় দিচ্ছে। আমাদের রিকশাওয়ালা তাই দেখে বলল 'ভাই নাইম্যা যান যাইতে দিব না'। যেই বন্ধুটি এই পথের নিয়মিত যাত্রী ও বলল 'আপনি যান আমরা দেখমু'।

আর এই বলে ওয়ালেট খুজে 2 টাকার একটি নোট বের করল। আমাদের রিকশা নিষিদ্ধ রোডে প্রবেশ করা মাত্রই ট্রাফিক একজন দৌড়ে এল। এসে হামকি ধামকি শুরু করল, আমার বন্ধুটি দু'টাকার নোটটি ভাজ করে ট্রফিকের হাতে গুজে দিল। আমরা অন্য দুজন অবাক হয়ে দেখছিলাম। আমাদের আরও অবাক করে ট্রাফিক ভাই বলে উঠল, "মামা আপনারা 3 জন, ঈদের বখশিস পামুনা?" বন্ধুটি বলল নেক্সট টাইম।

ট্রাফিক সাহেব দ'ুটাকাতেই খুশি হয়ে আমাদের যেতে দিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।