আমাদের কথা খুঁজে নিন

   

সৈকতের পথেঃ- 01



বাসের ঝাঁকুনিতে নয়, আহাদের উলাসিত চিৎকারে ঘুম ছেড়ে চোখ তুলে তাকাতে বাধ্য হলাম। 'সীমান্ত ভাই,ঐ দেখ কি ভয়স্কর সুন্দর সমুদ্র।' হঁ্যা, ভয়স্কর সুন্দর -ই বটে। এস. আলম চেয়ার কোচের সীট ছেড়ে উঠে দাঁড়িয়ে বহু চেনা সমুদ্রকে নতুন করে অবগাহন করলাম। আমার ততনে পৌছে গেছি পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র-সৈকত কক্রবাজারে। কমলাপুর রেলস্টেশন থেকে গত রাত 10 টার তূর্ণা নিশিথায় চেপে প্রায় 8 ঘণ্টার ট্রেন জার্নি শেষে, চট্রগ্রাম যাএাবিরতি করি সকাল 7 টায়।স্টেশনের ভেতরে ব্রেকফাস্ট শেষ করে রাত জাগা ধকলকে সঙ্গী করেই চট্রগ্রাম সিনেমা প্যালেস থেকে আবারো এস.আলম চেয়ার কোচে সকাল 10 টায়। নবাগত টু্যরিস্ট রনি উপভোগ করেছে পুরোটা পথ। ভ্রমন ভাগ্যটা বরাবরই আমার ভালো। তাই এবারো 'দৈনিক যুগান্তরের' পূর্বে প্রকাশিত 'স্বপ্নপুরী দার্জিলিং-এর পথে' প্রতিবেদনটির সূত্র ধরেই ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.