আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা 3: দুঃসময়ের কান্না শোন তবে

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[কবিকথা -4 এ এই কবিতাটা লেখার প্রেক্ষাপট বলেছিলাম ... সনাতনী একটি কবিতা ... ভাল লাগলে খুশী হব (ক্লোজআপহাসি)] জোনাকীরা আর আলো জালিবেনা - বিদ্্রোহ করিতেছে। তালের শাখার ভীষন বাতাসে, কাকের বাসা ও তার আশেপাশে; জোনাকীর দল ঝাঁকেঝাঁক বাঁধি - বিদ্্রোহ করিতেছে। মজাপুকুরের ময়লা অংশে, ব্যাঙের ছাতার বংশে বংশে; জোনাকীর দল মরা চীৎকারে - বিদ্্রোহ করিতেছে। ভীষণ আঁধার সুপুরীর বনে, বাঁশঝাঁড় আর হূগলী ও শনে; জোনাকীরা কেহ আসিবেনা আর - বিদ্্রোহ চলিতেছে। এই বৎসর বৃষ্টি হয়নাই, সন্ধ্যাকাশের লাল নাই তাই; মেঘলা আকাশে চোখ বড় করে কাকেরা এখন চেঁচায়না ভোরে; নীরবদৃষ্টে চেয়ে থাকে সবে - কবে ? কবে? তারা আসিবেবা কবে? আলো জালিবার সময় তো নাই, দ্্রুত বয়ে চলিতেছে! বোবা আক্রোশে জোনাকীরা তবু বিদ্্রোহ করিতেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.