আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গঃ নতুন ব্লগার



এসো হে নতুন, এসো হে নবীন এসো আমাদের মাঝে, তোমারে মোরা বরিয়া নেবো আমাদের এই বেলা সাঁঝে। আমরা চাই দেখিতে তোমায় সকল প্রতিভা সহ, আমরা তো অন্ধ আর নই দেখছি সব অহরহ। তবু কেন জন্ম মাত্র কর সুতীব্র চিৎকার! মাত্রা ছাড়া আর নিন্ম মানের পোস্ট দিয়ে কর ব্লগ ছারখার? এ ব্লগকে নোংরা করো না ছাইপাশ পোস্ট করে, বন্ধু পাবে না, বিরক্তি উৎপাতে বকা দিবে পোস্ট ভরে। মডারেটরের হাতে পড়িলে ব্যান করিবে তোমায়, আগে থেকেই সাবধান হও পোস্ট করো মাপা লেখায়। ধৈর্য্য ধর আর সাধনা কর ঘটবে মেধার বিকাশ, তোমার অধিকারকে সন্মান জানাই ঘটাও বুদ্ধির প্রকাশ। (এ লেখার প্রতিটি চরিত্রই কাল্পনিক। কেউ এ লেখা থেকে কিছু আবিষ্কার করার চেষ্টা করিলে তা তার একান্ত ব্যাক্তিগত চিন্তা বলিয়া গন্য হইবে।)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.