আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় সুর গানমালা : 15 (পিয়ালের জন্য এই মুহূর্তে)

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

এই মুহূর্তে / মহীনের ঘোরাগুলি --------------------------- (কথা ও সুর - গৌতম চট্টোপাধ্যায়) এই মুহূর্তে ভীতু মানুষের ভীড়ে বাসভূমি অস্থির এই মুহূর্তে কাঁটা তার পেরিয়ে প্রহরা এড়িয়ে এই মুহূর্তে দলে দলে হেঁটে যায় বিদেশের সীমানায় এই মুহূর্তে নতুন ঠিকানা চাই যেখানে সবার ঠাঁই এই মুহূর্তে এই মুহূর্তে কোনো অলিখিত শর্তে গোপনে গোপনে চলে লেনদেন বিকিকিনি যত মারনাস্ত্র এই মুহূর্তে কোনো ভাঙা দেশ জুড়তে দুখী মানুষের শোকে কনসার্টে গান গায় কত মায়েস্ত্রো পারিনা পারিনা কেনো বুঝিতে এ কি প্রপঞ্চ মায়া এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া এই মুহূর্তে তৃতীয় বিশ্ব জুড়ে মন্বন্তর বাড়ে এই মুহূর্তে খরা আর বন্যা শিশুদের কান্না এই মুহূর্তে জীবনধারণে গ্লানি শুধু মিছে হয়রানি এই মুহূর্তে বুকের গভীর ক্ষত ছড়িয়ে ইতস্ততঃ এই মুহূর্তে এই মুহূর্তে কার কোনো স্বার্থে চিরহরিতের বন ফিকে হয় মহীরূহ পতনের শব্দ এই মুহূর্তে অধিকার কাড়তে অনেক আশার কথা বলেছিলো যারা আজ সকলেই স্তব্ধ পারিনা পারিনা কেনো বুঝিতে এ কি প্রপঞ্চ মায়া এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া এই মুহূর্তে নিঃশ্বাসে প্রশ্বাসে ঘুন ধরে বিশ্বাসে এই মুহূর্তে খোলা বাজারের হাওয়া চুপিসারে করে ধাওয়া এই মুহূর্তে হাওয়ায় অসুখ হয় ভিতরে ভিতরে ক্ষয় এই মুহূর্তে তবুও মানুষ হাসে গান গায় ভালো বাসে এই মুহূর্তে এই মুহূর্তে এই সময়কে ধরতে বুদ্ধিমানেরা যত গালি দেয় শত শত সমাজটা গড়বার এই মুহূর্তে তবু প্রতিরোধ গড়তে বোকারা স্বপ্ন দ্যাখে আবার নতুন করে পৃথিবীটা সাজাবার পারিনা পারিনা কেনো বুঝিতে এ কি প্রপঞ্চ মায়া এ বিশ্ব রূপ দেখে চুপ ক'রে থাকি যদি আমি নেহাৎই বেহায়া এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে এই মুহূর্তে বোকারা স্বপ্ন দ্যাখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে .... (fades away)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.