আমাদের কথা খুঁজে নিন

   

দেশের মুখ উজ্জ্বল রাখতে চাই

'নিঃস্বার্থ ভালোবাসা' সফল হলো। এ কৃতিত্ব কার?

প্রথমেই এ কৃতিত্ব দর্শকদের। কারণ তাদের নিঃস্বার্থ ভালোবাসার কারণেই চলচ্চিত্রটি সফল হয়েছে। তারপর অনন্তর কথাই বলতে হয়। প্রথম নির্দেশনায় তিনি দক্ষতা ও মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন বলেই দর্শক তা সাদরে গ্রহণ করেছে।

এরপর এ চলচ্চিত্রের কলাকুশলী ও শিল্পীদের পরিশ্রম এবং ভালোবাসার কথা উল্লেখ করব। তাদের অকৃত্রিম সহযোগিতা না পেলে কোনোভাবেই এমন একটি মানসম্মত চলচ্চিত্র নির্মাণ সম্ভব হতো না। সবার প্রতি আমি কৃতজ্ঞ।

 

দর্শক পছন্দের পাশাপাশি এটি আন্তর্জাতিক জরিপ 'আইএমডিবি' রেটিংয়ে শীর্ষস্থান লাভ করেছে। এ অর্জন কিভাবে সম্ভব হলো?

আইএমডিবির রেটিংয়ে সচরাচর বাংলাদেশের চলচ্চিত্রকে স্থান পেতে দেখা যায় না।

পেলেও তার স্থান থাকে নিচে। এবারই প্রথম দেশের জন্য বড় মাপের একটি সম্মান বয়ে আনলো 'নিঃস্বার্থ ভালোবাসা'। এর আগে অবশ্য কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায়। আসলে মানসম্মত কাজ সবার পছন্দ। আমি এবং অনন্ত আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

দেশ-বিদেশ থেকে এর স্বীকৃতিও পাচ্ছি। শুধু চলচ্চিত্র নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাই সবচেয়ে কম বয়সী ব্যবসায়ী হিসেবে অনন্ত সরকার কর্তৃক পরপর দুবার সিআইপি মর্যাদা লাভ করেছে। মানসম্মত কাজের ধারাবাহিকতা বজায় রেখে আমরা বহির্বিশ্বে দেশের মুখ উজ্জ্বল রাখতে চাই।

 

সম্প্রতি অর্থমন্ত্রী 'নিঃস্বার্থ ভালোবাসা' দেখেছেন এবং এর ভূয়শী প্রশংসা করেছেন, এটিও একটি ব্যতিক্রমী অর্জন।

বিষয়টিকে কিভাবে দেখছেন?

এটিও আসলে মানসম্মত কাজের স্বীকৃতি। মন্ত্রী মহোদয় সপরিবারে চলচ্চিত্রটি দেখেছেন এবং মিডিয়ার কাছে এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এ প্রাপ্তি দেশের জন্য মমত্ববোধ আর কাজের প্রতি উৎসাহকে আরও বাড়িয়ে দিল।

 

এত কিছুর পরও কেউ কেউ আপনাদের তীব্র সমালোচনায় জর্জরিত করে, কেন এমনটি হচ্ছে?

আসলে এসবকে পাত্তা দেই না। কথা হচ্ছে, আমরা তো কারো ক্ষতি করছি না।

বরং চলচ্চিত্র শিল্প ও এ জগতের সবার মঙ্গলে কাজ করে যাচ্ছি। ভালো কিছু করতে গেলে বাধা আসবেই। এটি প্রাচীন প্রবাদ। এই প্রবাদকে বিশ্বাস করি বলেই নিন্দুকের কথায় কান না দিয়ে আমাদের কাজ আমরা করে যাচ্ছি এবং যাব। কোনো ভীতি বা অপতৎপরতা দেশের প্রতি ভালোবাসা থেকে আমাদের ফেরাতে পারবে না।

 

সম্প্রতি আপনি এবং অনন্ত বিজ্ঞাপন চিত্রেও সফল হলেন, এ সফলতা কিভাবে ধরা দিল?

চলচ্চিত্রের মতো সব কাজেই আমরা মানকে প্রাধান্য দেই। তাই মানসম্মত কাজ করে যাচ্ছি বলেই সব ক্ষেত্রে সফলতা সহজেই আমাদের কাছে ধরা দেয়। মানহীন একগাদা কাজ করার চেয়ে মানসমম্মত স্বল্প কাজের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই।

* আলাউদ্দীন মাজিদ

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.