আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল এবং সহিংসতা

জামায়াত আহূত ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে বৃহস্পতিবার অন্তত দুজন নিহত হয়েছেন। জামায়াত-শিবির কর্মীদের সহিংস তৎপরতায় সিরাজগঞ্জে মারা গেছেন এক অটোরিকশা চালক। মেহেরপুরে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধের সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক জামায়াত কর্মী। গাজীপুরে বাসে আগুন ধরিয়ে দেওয়ায় মারাত্দকভাবে অগি্নদগ্ধ হয়েছেন একজন বাসচালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিকেটারদের হামলায় নিহত হয়েছেন একজন অটোরিকশা চালক। সারা দেশে এ ধরনের আরও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছিল মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের অন্যতম নেতা আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশদানের প্রতিবাদে। আদালতের রায়ের বিরুদ্ধে যে কেউ সংক্ষুব্ধ হতেই পারেন এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চালাতে পারেন। কিন্তু এ জন্য হরতাল আহ্বান সভ্য দুনিয়ায় একটি বিরল ঘটনা। হরতাল আহ্বান করা গণতান্ত্রিক অধিকার হলেও তা পালনে কাউকে বাধ্য করা যায় না। হরতাল পালনে বাধ্য করার জন্য যানবাহনে হামলা কিংবা অগি্নসংযোগ সন্ত্রাসী কর্মকাণ্ডের নামান্তর। এর সঙ্গে ফ্যাসিবাদী মনোভাবের সংযোগ থাকলেও গণতন্ত্রের দূরতম সম্পর্ক থাকার কথা নয়। আমরা মনে করি, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতায় মেতে ওঠায় গণতন্ত্রের জন্য বিসংবাদ সৃষ্টি করছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সাংবিধানিক অধিকার হলেও সংবিধান কাউকে যা ইচ্ছা তাই করার অধিকার দেয়নি। যারা নিজেদের অধিকার প্রয়োগের নামে অন্য মানুষের অধিকার কেড়ে নেয়, এমনকি জানমালের নিরাপত্তা বিঘি্নত করে তাদের কার্যকলাপ চলতে দেওয়া উচিত কি না, ভেবে দেখা উচিত। আমরা মনে করি গণতন্ত্রের স্বার্থে বিচারব্যবস্থার প্রতি যেমন শ্রদ্ধা দেখাতে হবে তেমন পরমতসহিষ্ণুতাকে প্রাধান্য দিতে হবে। গণতন্ত্রের নামে সন্ত্রাসচর্চা গণতন্ত্রের জন্য বিড়ম্বনা সৃষ্টি করে, যা কাম্য হওয়া উচিত নয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.