আমাদের কথা খুঁজে নিন

   

এসএম সুলতানের অদেখা সুষমা

এস এম সুলতানের অনাবিষ্কৃত চিত্রকর্ম নিয়ে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে 'অদেখা সুষমা' চিত্রকর্ম প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। তিন সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর ৮৬টি চিত্রকর্ম। চিত্রকর্মগুলো এতদিন সংরক্ষিত ছিল শিল্পীর বন্ধু যশোর মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবুল কাসেম জোয়ারদারের কাছে। প্রায় ছয়টি দশক বন্দীদশা থেকে ছবিগুলোকে মুক্তি দিলেন শিল্পীর বন্ধু।

পঞ্চাশ দশকের শুরুর দিকে তাকে এই ছবিগুলো এঁকে দিয়েছিলেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা চিত্রকর এস এম সুলতান। তার মৃত্যুর ১৯ বছর পর এ প্রদর্শনীর মাধ্যমে শিল্পীকে নতুন করে সম্মান জানালেন শিল্পানুরাগী বন্ধু অধ্যাপক আবুল কাসেম জোয়ারদার।

প্রদর্শনী আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

মঞ্চস্থ হলো পদাতিকের 'ম্যাকবেথ': মহাকাল নাট্য সম্প্রদায়ের বিশ্বনাটকের যূথ উৎসবের চতুর্থ দিন গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হলো পদাতিক নাট্য সংসদের নাটক 'ম্যাকবেথ'। শেকসপিয়রের গল্প অবলম্বনে সৈয়দ শামসুল হক অনুদিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তী।

ক্ষমতার লোভে মানুষ কীভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে যায় এই নাটকে বিষয়টি তুলে ধরা হয়েছে।

ম্যাকবেথ এবং ব্যাংকো দুই সেনাপতি রাজা ডানকানের একটি রাজ্য বিদ্রোহীদের হাত থেকে মুক্ত করে চলে আসার সময় ডাইনিদের কাছে জানতে পারে ম্যাকবেথ বর্তমানে রাজা হলেও ব্যাংকোর বংশধরেরা হবে পরবর্তী রাজা। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাখাওয়াত হোসেন শিমুল, সায়কা, অশোক, জনি, ওয়ালিদ, ইকরাম, শুভ, জয়, মশিউর, তন্ময়, নাজিম প্রমুখ। অন্যদিকে একইসময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় দৃষ্টিপাত নাট্যদলের 'রাজা হিমাদ্রী' ও উৎসবের অন্য ভ্যেনু ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হয় শব্দ নাট্য চর্চা কেন্দ্রের 'তৃতীয় একজন'।

উদযাপিত হলো সরকারি সংগীত কলেজের সুবর্ণজয়ন্তী : আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দেশের একমাত্র সরকারি সংগীত কলেজের সুবর্ণজয়ন্তী।

'তানে তানে প্রাণে প্রাণে গাঁথো নন্দনহার' এই স্লোগানকে কেন্দ্র করে গতকাল বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অধ্যক্ষ প্রফেসর শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন সরকারি সংগীত কলেজের উপাধ্যক্ষ রাফিউল ইসলাম।

আনোয়ার হোসেন স্মৃতি পরিষদ : বাংলার মুকুটহীন নবাবখ্যাত সদ্যপ্রয়াত অভিনেতা আনোয়ার হোসেনকে স্মরণ করেছে আনোয়ার হোসেন স্মৃতি পরিষদ।

গতকাল বিকাল বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা।

শেষ হচ্ছে রাজীব সাহার একক প্রদর্শনী : আজ ঢাবির চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্য্যালারি-২-তে শেষ হচ্ছে 'ঐতিহ্য থেকে আধুনিক' শীর্ষক শিল্পী রাজীব কুমার সাহার একক শিল্পকর্মের প্রদর্শনী। ২৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে।

 

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.