আমাদের কথা খুঁজে নিন

   

পলিটেকনিকের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১৫

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফেনীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় আড়াই ঘন্টা সড়ক অবরোধ করে ২৫টি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থান থেকে ৮ জনকে আটক করেছে।

পূর্ব ঘোষিত দুই দফা দাবী বাস্তাবায়নের দাবীতে বেলা ১২টার দিকে ইনষ্টিটিউট থেকে প্রায় ৫ হাজার  ছাত্র  লাঠি হাতে ইনষ্টিটিউট থেকে একটি মিছিল বের করে।

ছাত্ররা বিক্ষোভ সহকারে  শহরের কলেজ রোড় হয়ে ট্রাংক রোডের দিকে আসার পথে কমপক্ষে ১৫টি গাড়ি ভাংচুর করে।   এসময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়।

এসময় ফেনী পরশুরাম ও ফেনী ছাগলনাইয়া সড়কে বেলা ১২ থেকে ৩ টা পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি বর্ষন করে।

পুলিশ ট্রাংক রোড থেকে ৫ জনও হাসপাতাল মোড় এলাকা থেকে ৩ শিক্ষার্থীকে আটক করে।

সংঘর্ষে পলিটেকনিক্যালের সাবেক ভিপি শিক্ষক আবুল খায়েরসহ ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।

ফেনী পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল) সামছুল আলম সরকার ও সদর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে আসে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.