আমাদের কথা খুঁজে নিন

   

পলিটেকনিকের আন্দোলন নিরসনে জরুরি বৈঠক

শিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওই বৈঠকে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা পেশাজীবী ছাত্র-সংগ্রাম পরিষদ, কারিগরি ছাত্র পরিষদের প্রতিনিধিদের ডাকা হয়েছে।
বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি ইদ্রিস আলী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার সকাল ১১টায় গৃহায়ন ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন ও রাজউক চেয়ারম্যান নুরুল হুদা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বেলা সাড়ে ১২টায় শিক্ষাসচিব কামাল আদবুল নাসের চৌধুরী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা পেশাজীবী ছাত্র-সংগ্রাম পরিষদ, কারিগরি ছাত্র পরিষদ এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির নেতাদের নিয়ে সমস্যা সমাধানে জরুরি বৈঠকে বসবেন।
প্রকৌশলীর সংজ্ঞায় ডিপ্লোমা প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করে ২০০৮ সালের একটি গেজেট সংশোধন এবং ছাত্রছাত্রীদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরেই দেশব্যাপী আন্দোলন চালিয়ে আসছেন পলিটেকনিকের শিক্ষার্থী ও শিক্ষকরা।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও এই প্রজ্ঞাপনটি সংশোধনের দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশটি সংশোধনের আশ্বাস দিলেও ‘আমলাতান্ত্রিক জটিলতায়’ তা হচ্ছে না বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.