আমাদের কথা খুঁজে নিন

   

জাতিসংঘ ও বান কি মুনের বিশ মিনিট



''ভবিষ্যত বংশধরদের যুদ্ধের অভিশাপ থেকে বাঁচাবার, যে অভিশাপ আমাদের জীবনকালে দুই 'দুইবার মানবজাতির নিকট অবর্ণনীয় দুঃখ-দুর্দশা বহন করে এনেছে''- এটিই হলো জাতিসংঘ সনদের প্রথম লাইন । *যে যুদ্ধের অভিশাপ থেকে মুক্তির প্রত্যাশায় জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, জাতিসংঘ প্রতিষ্ঠার ৬৮ বছরেও কি সেই যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছে বিশ্ব ? নাকি নতুন মাত্রায়, পথ ও পদ্ধতিতে যুদ্ধের কলেবর ও কলাকৌশল বেড়েছে মাত্র ? *জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল যুদ্ধমুক্ত বিশ্ব গড়া ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা । জাতিসংঘ কি পেরেছে ইঙ্গ-মার্কিন বাহিনীর শিকল ভেঙে নিজে শৃঙ্খলমুক্ত হতে, নাকি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে সহায়তার নামে একের পর এক অনুপ্রবেশের পথ করে দিয়েছে তাদের ? *পাশ্চাত্য শক্তি সৃষ্টি ও তাদের হাতে ক্ষমতা যাওয়ায় কি জাতিসংঘ মূল অনুঘটক হিসাবে কাজ করে নি ? *বিশ শতকের মাঝামাঝি সময়ে প্যাসিফিক দেশগুলোর উপর পাশ্চাত্য আক্রমন আর একুশ শতকের সূচনালগ্ন থেকে মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যশক্তির প্রভাব জাতিসংঘ কতটুকু ঠেকাতে পেরেছে ? *জাতিসংঘ সৃষ্টির মধ্যদিয়ে গনতন্ত্র, অধিকার, মানবতা, উন্নয়ন, সহায়তার নামে পুজিনির্ভর সাম্রাজ্যবাদের নতুন কৌশল কি সৃষ্টি করা হয় নি ? *জাতিসংঘ প্রতিষ্ঠার মধ্যদিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হওয়া লিবারেল ডেমোক্রেটিকরা কি কমিউনিজম ও ইসলামিজমকে টেরোরিজম আখ্যা দিয়ে যুদ্ধের নতুন পথ উন্মোচন করছে না ? *নিজেদের একচেটিয়া আধিপত্য, পুজি ও সাম্রাজ্য ধরে রাখতে জাতিসংঘকে কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার অন্য কোন নীতি গ্রহণে কোন প্রকার সম্ভাব্যতা যাচাই না করেই তারা কি অস্বীকৃতি জানাচ্ছে না ? এই প্রশ্নের উত্তরগূলো নিজেদের টিকে থাকার স্বার্থে দেশে দেশের ডেমোক্রেটিকরা খোজার চেষ্টা না করলেও, সমকালীন রাষ্ট্রচিন্তক ও সমাজসচেতকদের চোখ বন্ধ করে একমনে ভেবে দেখার সময় এসেছে ; যখন বাংলাদেশের মতো দক্ষিন এশিয়ার খুব ছোট একটি দেশের প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে উড়ে চলেছেন সুদূর নিউইয়র্কের দিকে , যতটা না ইউএন এসেম্বেলিতে বর্ক্তব্য প্রদানের জন্য তার থেকে অনেক বেশি গুরুত্ব, উৎসাহ ও উৎকন্ঠাসহকারে বান কি মুনের সাথে বিশ মিনিটের এক একান্ত সাক্ষাতের আর এক রাতে সাম্রাজ্যবাদী শক্তির মহানায়ক মিঃ প্রসিডেন্ট ওবামা আর তাঁর স্ত্রীর দেয়া এক নৈশভোজে যোগ দেয়ার জন্য । শেষ প্রশ্ন- বান কি মুনের বিশ মিনিট আর ভোজ শুরুর আগে ওবামা-হাসিনার কানে কানে একটু ফিসফিসানি কি বাংলাদেশকে বিশাল বিপদ থেকে বাঁচাতে পারবে ? আসন্ন সংকট উত্তরণে বান কি মুনের বিশ মিনিট আর ওবামার নৈশভোজ কতটা সহায়ক হবে ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.