আমাদের কথা খুঁজে নিন

   

লিভারপুল হারলেও জিতেছে চেলসি

চ্যাম্পিয়ন্স লিগে পরাজয়ের দুঃখটা ভুলেননি মরিনহো! পর্তুগিজ এই কোচের নতুন করে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা মোটেও সুখকর হয়নি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার চেলসি ২-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। চেলসির এ জয় এবং সাউদ্যাম্পটনের কাছে লিভারপুলের ১-০ গোলের পরাজয় মরিনহোর শিষ্যদের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে নিয়ে এসেছে। ৫ ম্যাচে চেলসি ও লিভারপুলের পয়েন্ট ১০ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে চেলসি।

৬ গোলের বিপরীতে ২ গোল হজম করেছে চেলসি। অন্যদিকে লিভারপুল ৫ গোলের বিপরীতে হজম করেছে ৩ গোল! এদিকে গতকাল ইতালিয়ান সিরি এ লিগে গতকাল গোল উৎসবের মধ্য দিয়েই শীর্ষে উঠেছে ইন্টার মিলান। সাসুলোর বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছে। দলের পক্ষে দুটি গোল করেছেন আর্জেন্টাইন তারকা দিয়েগো মিলিতো। এ ছাড়া একটি করে গোল করেছেন প্যালাসিও, টাইডার, আলভারেজ, ক্যাম্বিয়াসো এবং একটি আত্দঘাতী গোল করেছেন সাসুলোর পুচিনো।

এ জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে নেপোলি অর্জন করেছে ৯ পয়েন্ট। ৯ পয়েন্ট রয়েছে রোমারও। ইন্টার মিলান শীর্ষে উঠলেও স্থানটা মোটেই নিরাপদ নয়। যে কোনো মুহূর্তেই হারাতে পারে তারা এই স্থান।

মরিনহো এবারের চ্যাম্পিয়ন্স লিগে সফল হওয়ার জন্যই অংশ নিচ্ছেন। তবে প্রথম ম্যাচে হোঁচট খেয়ে তার চিন্তায় পরিবর্তন এসেছে হয়তো। ইংলিশ লিগটাই ধরে রাখতে চান তিনি! চেলসিকে শীর্ষস্থান থেকে নামানো ম্যানসিটি কিংবা ম্যানইউর জন্য কঠিনই হবে। দুই দলেরই পয়েন্ট ৭ করে। তবে দুই দলই খেলেছে ৪ ম্যাচ করে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.