আমাদের কথা খুঁজে নিন

   

ইপিএলের শীর্ষে লিভারপুল

ঘরের মাঠ 'অ্যানফিল্ডে' আত্মঘাতী গোলে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। স্বাগতিক ডিফেন্ডার গ্লেন জনসনের একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন টটেনহ্যামের ফরাসি ডিফেন্ডার ইয়োনেস কাবুল।

আর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এবারের আসরে দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেস। মাঝমাঠ থেকে ডিফেন্ডার ড্যানিয়েল অ্যাগারের একটা লম্বা পাস দারুণ দক্ষতায় ধরে প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। ইপিএলের এই আসরে সর্বোচ্চ গোলদাতা সুয়ারেসের এটা ২৯তম গোল।



২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে লিভারপুল। ৫৫তম মিনিটে তৃতীয় গোলটিও পেয়ে যায় তারা। ইংল্যান্ডের ডিফেন্ডার জন ফ্ল্যানাগানের পাস থেকে জয়টা নিশ্চিত করে ফেলেন ব্রাজিলের মিডফিল্ডার কতিনিয়ো।

আর ৭৫ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে ব্যবধান ৪-০ করেন ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭১।

সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে চেলসি। শনিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-০ গোলে হেরেছিল জোসে মরিনিয়োর দলটি।

শনিবার আর্সেনালের বিপক্ষে ম্যান সিটির গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্ট যথাক্রমে ৬৭ ও ৬৪। তবে দুটি ম্যাচ কম খেলেছে সিটি।



এ ছাড়া ঐদিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারায়। ৫৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।