আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের উপর সুইজারল্যান্ডে আক্রমনের প্রকৃত ঘটনা!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

বাংলাদেশে সভ্য ধারার রাজনীতির ধারক ও বাহক কারা তা আবারো প্রমান হলো। এবার সুইজারল্যান্ডে! মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান দৃষ্টিকটুভাবে আওয়ামী লীগের তল্পিবহন করলেও এবার জুরিখ শহরে তাকে অপর আওয়ামী লীগ কর্মীদের আক্রমন থেকে বাঁচালো সুইজারল্যান্ড বিএনপি'র নেতা কর্মী'রা! গতরাতে, জুরিখ শহরে আওয়ামী লীগের প্রাক্তন সাধারন সম্পাদক আয়োজিত এক অনুষ্ঠানে যান বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান। সেখান থেকে বের হবার সময় সুইজারল্যান্ড আওয়ামী লীগ (একাংশের) প্রেসিডেন্ট হারুন ব্যাপারী'র নেতৃত্বে কয়েকজন ডঃ মিজানুর রহমানের উপর হামলা চালায়। তখন সুইজারল্যান্ড বিএনপি সভাপতি এম মিজানুর রহমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান'কে রক্ষা করতে যেয়ে হারুন ব্যাপারীদের আক্রমনে আহত হন। আমি এম মিজানুর রহমানকে ব্যাক্তিগতভাবে জিজ্ঞেস করেছি যে, তিনি কেন আওয়ামী লীগের 'চামচা' হিসেবে খ্যাত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান'কে বাঁচাতে যেয়ে নিজে মার খেলেন? তিনি বললো, উনি দায়িত্ববোধ থেকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান'কে বাঁচিয়েছেন। ডঃ মিজানুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার পর হারুন ব্যাপারীরা বিএনপি'র সভাপতিসহ অন্যান্য বিএনপি সমর্থকদের উপর আক্রমন করে বিএনপি'র সভাপতি এম মিজানুর রহমানকে ও অহিদ নামে আরেকজনকে ৮-১০ জন মিলে ফ্রি স্টাইলে ও বেল্ট দিয়ে আঘাত করে, অহিদ'কে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টা খুবই জটিল, একজন আওয়ামী নেতার অনুষ্ঠানে অতিথী হয়ে যাবার পর আওয়ামী লীগেরই অন্য নেতার কাছে মার খান বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান! তাহলে লন্ডনে হাসানুল হক ইনু'র উপর আক্রমনটাকেও কি সন্দেহের বাইরে রাখা যায়? সেখানেও কি হারুন ব্যাপারীদের মত লীগাররাই আক্রমন করেছিল? আমার জানামতে সুইজারল্যান্ড সময় গতকাল রাত ১টা পর্যন্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান সুইস পুলিশে কোন অভিযোগও করেন নাই। সুইস পুলিশ নিজ উদ্যোগে একজন'কে গ্রেপ্তার করেছে মারামারি'র অভিযোগে। কিন্তু, আওয়ামী লীগের ঘরের লোক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান কেন সুইজারল্যান্ডে প্রাক্তন আওয়ামী নেতার অনুষ্ঠানে যেয়ে অপর আওয়ামী নেতাকর্মীদের দ্বারা আক্রমন হয় সেই প্রশ্ন থেকে গেলেও, নিজ প্রাণের উপর ঝুঁকি নিয়ে বিএনপি'র নেতাকর্মীরা ডঃ মিজানুর রহমান'কে রক্ষা করে পরিষ্কার করে দিল বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য কি! আমি অপেক্ষায় আছি, দেখি আমাদের মূলধারার মিডিয়াগুলো কিভাবে এই খবরটা কভার করে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.