আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাদারহুডের সব কার্যক্রম নিষিদ্ধ

মিসরের প্রধান রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছেন দেশটির আদালত। একইসঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থিত এই দলটির সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেওয়া হয়।

প্রেসিডেন্ট মুরসির পুর্নবহালের দাবিতে চলা বিক্ষোভে প্রায় এক হাজার ৪০০ ব্রাদারহুড সমর্থক নিহত হওয়ার এক মাসেরও বেশি সময়ের পর দলটির কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হলো। আদালতের রায়ে ব্রাদারহুডের রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজকল্যাণমূলক সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্রাদারহুড সমর্থিত সব ধরনের সভা, বিক্ষোভ-সমাবেশ এখন থেকে নিষিদ্ধ। এর আগে বেলতাগি, বাদাবি, জেহাদ আল হাদ্দাদসহ ব্রাদারহুডের শীর্ষ ১০ নেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ দায়ের করা হয়। এর আগে ব্রাদারহুডকে নিষিদ্ধ করার চেষ্টা চালায় মিসরের বর্তমান সেনা সমর্থিত অন্তবর্তী সরকার। তবে আগামী নভেম্বর পর্যন্ত সেই রায় মুলতবি রেখেছেন আদালত। আল জাজিরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.