আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির সহযোগিতা চায় বিসিবি

রাজনৈতিক অস্থিতিশীলতায় স্থবির দেশ। সরকার ও বিরোধী দলের অনড় অবস্থানে কোন পথে হাঁটছে দেশ, বুঝে উঠতে পারছেন না ১৬ কোটি জনগণ। সবাই চাইছেন এর সুষ্ঠু সমাধান। কিন্ত এর সমাধান, জানা নেই কারো। রাজনৈতিক অস্থিরতার জন্য চিন্তিত ক্রিকেটপ্রেমীরাও। চিন্তিত এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে। আগামী বছর এই দুটি টুর্নামেন্ট বসবে বাংলাদেশে। টুর্নামেন্ট দুটির সফল আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহায়তা চেয়েছে সরকার ও বিরোধী দলের কাছে। গতকাল বিএনপির ক্রীড়া সম্পাদক লে.কর্নেল (অব.) লতিফ বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন সুজনের সঙ্গে টুর্নামেন্ট দুটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। এরপর বিসিবির চিঠি নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বাসভবনে গিয়েছিলেন। কিন্তু পুলিশের বাধায় ভেতরে প্রবেশ করতে পারেননি লতিফ। নেত্রীর সঙ্গে দেখা করতে না পারলেও লতিফ জানিয়েছেন, অবশ্যই আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, ৫ জানুয়ারির আগে বেগম খালেদা জিয়ার সঙ্গে এ বিষয়ে কোনোভাবে কথা বলা সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুব বলেছেন, 'দলের বক্তব্য আমি বলতে পারছি না। তবে দেশের স্বার্থ সবার আগে। ক্রিকেটকে অবশ্যই রাজনীতির বাইরে রাখা উচিত।' গতকাল দুপুরে লতিফ বিসিবি অফিসে গিয়েছিলেন। সেখানে প্রায় আধঘণ্টা আলোচনা করেন বিসিবির সিইও'র সঙ্গে। আলোচনার বিষয়টি স্বীকার করেছেন বিসিবির সিইও, 'আমরা বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করছি। আশা করি খুব শীঘ্রই তিনি আমাদের সময় দেবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.