আমাদের কথা খুঁজে নিন

   

মহাসমাবেশ করবে এফবিসিসিআই

রাজনৈতিক সমঝোতা করার দাবিতে ব্যবসায়ীদের নিয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বিরোধী দলের লাগাতার সহিংস হরতাল, অবরোধে দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত্ত হওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে এফবিসিসিআই। এ অবস্থায় ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারগুলোর সহায়তায় দেশব্যাপী সব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাদা পতাকা নিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এফবিসিসিআই। গতকাল দুপুরে মতিঝিলের ফেডারেশন ভবনে সংগঠনটির পরিচালনা পর্ষদের জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এফবিসিসিআইর সহসভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী-উদ্যোক্তারা যাতে বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন, সে জন্য কোনো ব্যবসায়ী ব্যাংক লোন পরিশোধ করতে ব্যর্থ হলে, তাদের ক্লাসিফাইড করা যাবে না। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যাংকের সুদ স্থগিত রাখতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হবে। এর আগে জরুরি সভায় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা হয়, লাগাতার অবরোধের কারণে যানবাহন বন্ধ থাকায় সময় মতো কাঁচামালসহ অন্যান্য পণ্যসামগ্রী পরিবহন না হওয়ায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে। দেশের অর্থনীতির চালিকা শক্তি রপ্তানি খাত মারাত্দক বিপর্যয়ের সম্মুখীন। দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যা বিনিয়োগের উপরও প্রভাব ফেলছে। এফবিসিসিআই বলছে, শান্তিপূর্ণ হরতাল ও অবরোধের নামে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, যানবাহনে ব্যাপক ভাঙচুর, অগি্নসংযোগ ছাড়াও রেললাইনের ফিশপ্লেট তুলে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এভাবে যাত্রীবাহী বাসে ও ট্রেনে পেট্রল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মারার মতো জঘন্যতম ও ন্যক্কারজনক কাজ করছে, যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।

সংগঠনটি বলছে, সাধারণ মানুষের জীবনযাপন কোনোভাবেই নৃশংস রাজনৈতিক কৌশলের হাতে এভাবে জিম্মি হতে পারে না। এভাবে নিরীহ সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার ঘটনায় পরিচালনা পর্ষদ তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবিলা না করে সাধারণ মানুষকে হত্যা করে এর সমাধান করা সম্ভব নয়। এ পরিস্থিতিতে এফবিসিসিআই সব রাজনৈতিক পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সমঝোতার জন্য আবারও আহ্বান জানাচ্ছে। এ ছাড়াও সম্প্রতি গাজীপুরে স্ট্যান্ডার্ডর্ গােমন্টসহ বেশকিছু পোশাক কারখানায় দুষ্কৃতকারীদের দ্বারা অগি্নসংযোগের ঘটনা দেশের পোশাক শিল্পের জন্য অশনিসংকেত এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের রূপরেখা বাস্তবায়নের প্রতিফলন প্রতীয়মান বলে মনে করে এফবিসিসিআই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.