আমাদের কথা খুঁজে নিন

   

নতুন সারফেস ট্যাবলেট

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, পুরনো মডেলগুলোর বিক্রি কম হওয়ায় নতুন করে সারফেস ট্যাবলেটের উন্নত মডেল বাজারে এনেছে মাইক্রোসফট।
নতুন সারফেসে থাকছে দ্রুত প্রসেসর আর উচ্চ রেজুলিউশনের স্ক্রিন ও উন্নত ক্যামেরা। এআরএম প্রসেসরভিত্তিক উইন্ডোজ আরটিচালিত মডেল ও ইনটেল প্রসেসরভিত্তিক উইন্ডোজ ৮ভিত্তিক মডেল উন্নত করা হয়েছে।
সারফেস আরটি মডেলটি গ্রাহকদের কাছে গুরুত্ব পায়নি। তবে সারফেস প্রো গ্রাহকদের কাছে কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছে।

তাই সারফেস ম্যানেজার ব্রাইয়ান হলের মতে সারফেস ২ হচ্ছে সারফেস মডেলের পুনর্গঠন।
নতুন সারফেস ট্যাবলেটের দুটি ভার্সনেই থাকছে ১০৮০পি রেজুলিউশনের হাই ডেফিনিশন ভিডিও দেখার সুবিধা। এছাড়া আরটি ভার্সনে থাকছে ৩.৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা। উভয় ক্যামেরাই ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে।
ইন্টেল প্রসেসরভিত্তিক ভার্সনে থাকছে কোর আই৫ প্রসেসর, যা আগের তুলনায় ব্যাটারির আয়ু ৬০ ভাগ বাড়ায়।

এছাড়া ৫১২জিবি স্টোরেজ ও ৮জিবি র্যা ম থাকায় অনেক প্রোগ্রাম একসঙ্গে চালানো যাবে।
এনভিডিয়া এআরএম প্রসেসরভিত্তিক সারফেস আরটি ভার্সনে থাকছে টেগরা ৪ প্রসেসর। এছাড়া থাকছে ইউএসবি ৩ পোর্ট। এতে ১০ ঘণ্টাছ ভিডিও চালানো যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
আরটি সারফেসের দাম ৩৫৯ থেকে ৪৩৯ পাউন্ড।

তবে প্রো মডেলটির দাম বিভিন্ন কনফিগারেশনের ক্ষেত্রে ৭১৯ থেকে ১,৪৩৯ পাউন্ড পর্যন্ত হতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.