আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমানোর জন্য আর্তনাদ.....



চোখের নিচে পড়ছে দাগ চুলগুলো সব নিচ্ছে বাক দাড়িগুলোর ভীষন খোচায় আমি এক সজাগ কাক ঘুমগুলো সব অন্যরূপে কাদাচ্ছে আমায় ধুকে ধুকে তোমার স্মৃতি মনে করিয়ে কেন জাগাচ্ছে বিছানার বুকে?? চাই না আমি থাকতে সজাগ বিশ্রী গানের শ্রোতার মত চাই না দেখতে আকাশের চাদ ছোট্ট সেই কুকুরের মত। ঘুমুতে চাই বালিশের ওপর তোমার স্মৃতি এফোড় ওফোড় সেই চিঠি আর সেই ডাইরীর অল্প কিছু স্মৃতির ভেতর। পৃষ্ঠা ছিড়ে উড়োজাহাজের মত উড়িয়েছি কাগজ কত ডাইরীর পাতা আজ ও পারিনি ছিড়তে চেয়েছি আমি যত। যত ভুলি তত মনে রেখে গল্প কাব্য এক করেছি ফোনের নোটে আর কাগজে শব্দ গুলো বন্দী করেছি ঘুমোতে পারিনি তবুও আমি অজানা এক আর্তনাদে কাদি আজ ই ঘুমাবো আজ ই ভাবি মনের মধ্যে জাগছে কবি.. সৃজন ২৪.০৯.১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.