আমাদের কথা খুঁজে নিন

   

ইরান বিশ্বের জন্য কোন ধরনের হুমকি নয়: জাতিসংঘে রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ বিশ্বের জন্য কোন ধরনের হুমকি সৃষ্টি করেনি; বরং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলোই মানবতা বিরোধী অপরাধ করছে।

গতকাল মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে দেয়া ভাষণে রুহানি শান্তির প্রতি 'হ্যা' বলতে এবং যুদ্ধের প্রতি 'না' বলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

প্রথমবারের মতো জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রুহানি আরো বলেন, ইরান বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করেনি বরং যারা বিশ্বব্যাপী 'ইসলাম ভীতি' এবং 'ইরান ভীতি' ছড়াচ্ছে তারাই বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

সিরিয়া সংকট প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, সামরিক উপায়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। যারা মনে করেন, যুদ্ধজাহাজ ও জঙ্গীবিমান দিয়ে বিশ্বের সব সমস্যার সমাধান করে ফেলবেন তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন। বিশ্বের সবাইকে এখন এ চিন্তা করতে হবে যে, কীভাবে সিরিয়ার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড বন্ধ করা যায়।

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহারের ন্যায়সঙ্গত অধিকার মেনে নেয়াই হচ্ছে এ সংক্রান্ত সমস্যা সমাধানের একমাত্র উপায়। ইরানের প্রতিরক্ষানীতিতে  পরমাণু অস্ত্রসহ কোন গণবিধ্বংসী অস্ত্রের কোন স্থান নেই। কাজেই এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই যা দূর করার জন্য তেহরানকে আস্থা সৃষ্টি করতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.