আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় বাস ধর্মঘট প্রত্যাহার

সাতক্ষীরায় বাস ধর্মঘট প্রত্যাহর করা হয়েছে। অবৈধ ইঞ্জিন চালিত ভ্যান নছিমন, করিমন বন্ধের ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসের পরিপ্রেক্ষীতে সকাল ১০টা থেকে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। একই সাথে জামায়াত-শিবিরের বিক্ষোভ সমাবেশের নামে ঘন ঘন সড়ক অবরোধ করে পরিবহন ও বাস ভাংচুরের ঘটনায় উপযুক্ত ক্ষতিপুরুন দাবী করা হয়েছে প্রশাসনের কাছে।

জামায়াতের হরতাল ও বিক্ষোভের নামে সড়কে ব্যারিকেট দিয়ে বাস ভাঙচুর ও মহাসড়ক গুলিতে অবৈধ নসিমন, করিমন বন্ধের প্রতিবাদে কোন ঘোষনা ছাড়াই মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরার অভ্যন্তরীন ৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ।

সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য মঙ্গলবার জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহ মালিক ও শ্রমিকদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.