আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে নিহত ১

সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একরামউল্লাহ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় শহীদুল ইসলাম নামের আরেকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত একরাম ও আহত শহীদুল গাড়ি ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।

জানা গেছে, একরাম শহরের সুলতাপুরের খায়েবার সর্দারের ছেলে এবং শহীদুল মধু মোল্লারডাঙ্গি গ্রামের আবুল হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে তারা সংবাদ পান, ঢাকার রজনীগন্ধা আবাসিক এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৩৯৯০) ছিনতাই করে সাতক্ষীরায় আনা হচ্ছে। গাড়িটির মালিক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুকের স্ত্রী সানজানা জেরিন। এ খবর পেয়ে পুলিশ শহরের বিভিন্ন জায়গায় বিশেষ টহলের ব্যবস্থা করে। রাত ২টার দিকে টহল উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চালতেতলা এলাকায় ওই গাড়িটিকে থামতে নির্দেশ দেয়। কিন্তু গাড়ির ভেতরে থাকা লোকজন নির্দেশ অমান্য করে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে একরাম ও শহীদুল গুরুতর আহত হন। গাড়িতে থাকা মাহবুব পালিয়ে যান। সদর হাসপাতালে নেওয়ার পর ভোররাত সাড়ে চারটায় একরাম মারা যান।

এদিকে, সদর হাসপাতালে আহত শহীদুল পুলিশের কাছে দাবি করেন, মাহবুব তাদের পূর্ব পরিচিত।

তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। গত রাতে একরাম ও তিনি (শহীদুল) তাদের শিমুলবাড়িয়া এলাকায় চিংড়িঘেরে ছিলেন। সেখান থেকে মাহবুব তাদের দুজনকে একটি গাড়িতে করে নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একরাম, শহীদুল ও মাহবুবর রহমানের নাম উল্লেখ করে মোট পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.