আমাদের কথা খুঁজে নিন

   

বাঁকানো যাবে স্মার্টফোন

দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস এবার বাঁকানো যাবে এমন পর্দার স্মার্টফোন নিয়ে আসছে। আগামী মাসেই এ স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গেছে। মূলত স্মার্টফোনের নকশায় নতুন কিছু যুক্ত করতেই এমন উদ্যোগ। উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে স্যামসাংয়ের গবেষকেরা এবার নতুন ধরনের এই স্মার্টফোন বাজারে নিয়ে আসছেন। বাজারে শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে প্রতিনিয়তই প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে স্যামসাংকে।

তাই কিছুটা ভিন্ন ধরনের স্মার্টফোন বাজারে এনে তাক লাগিয়ে দিতে চাইছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আনুষ্ঠানিকভাবে বাঁকানো স্মার্টফোনের ব্যাপারে জানান স্যামসাংয়ের বিপণন পরিকল্পনা বিভাগের প্রধান ডি জে লি। এতে বেশ কিছু সুবিধাও পাওয়া যাবে। সহজেই ভাঁজ করা যাবে অথবা চাইলে কাগজের মতোই মুড়িয়ে রাখা যাবে স্মার্টফোনটিকে! হাতের মুঠোফোনকে যাতে ইচ্ছামতো রাখা যায় আবার ব্যবহারও করা যায়, সে চিন্তা থেকেই এমন উদ্যোগ। তবে বাঁকানোর প্রযুক্তি পর্দাযুক্ত যন্ত্র এবারই প্রথম নয়, এর আগে বাঁকানো পর্দার ৫৫ ইঞ্চি এলইডি টিভি এনেছে এলজি।

নমনীয় পর্দার স্মার্টফোন বাজারে নতুন চমক সৃষ্টি করতে পারবে বলে আশাবাদী স্যামসাং। —বিবিসি

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.