আমাদের কথা খুঁজে নিন

   

বাঁকানো পর্দার আইফোন!

স্যামসাং আর এলজির পাশাপাশি এবার বাঁকানো পর্দার আইফোন বাজারে আসবে বলে জানা গেছে। টেলিভিশনে অনেক আগে থেকেই বাঁকানো পর্দা ব্যবহূত হলেও স্মার্টফোনে এ ব্যাপারটির শুরু খুব বেশি দিনের নয়। তবে স্যামসাং গ্যালাক্সি রাউন্ড এবং এলজি জি ফ্লেক্স নামে বাঁকানো পর্দার স্মার্টফোন ইতিমধ্যে বাজারে নিয়ে এসেছে। এ তালিকায় এবার যুক্ত হলো আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। আগামী বছরই নতুন এ বিশেষ আইফোন বাজারে আসবে বলে জানা গেছে।


আইফোনে মূলত দুই প্রান্তের দিকে বাঁকানো পর্দা থাকবে, যা পর্দার ওপরের বিভিন্ন ধরনের চাপ নির্ধারণ করে কাজ করতে পারবে। ধারণা করা হচ্ছে, আইফোন পাওয়া যাবে ৪.৭ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি মাপে। আর এতে আইফোনের হোম বোতামটি থাকবে কি না, সে বিষয়েও আলোচনা চলছে।
বর্তমানে বাজারে থাকা বাঁকানো পর্দার স্মার্টফোন নিয়ে বাজারে গ্রাহকদের খুব বেশি আগ্রহ নেই বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের অনেকেই। এ বিশেষ স্মার্টফোনগুলোর দামও খুব বেশি বলে মনে করছেন অনেকে।

তবে চলতি বছর আগের নিয়ম ভেঙে একসঙ্গে দুটি আইফোন বাজারে নিয়ে আসা অ্যাপল সত্যি সত্যিই বাঁকানো পর্দার স্মার্টফোন বাজারে এনে চমক সৃষ্টি করতে পারবে বলে ধারণা করছেন স্মার্টফোন বাজার বিশ্লেষকেরা। পুরো ব্যাপারটি সম্পর্কে বরাবরের মতোই কিছু জানায়নি অ্যাপল।
দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.