আমাদের কথা খুঁজে নিন

   

কাশ্মিরে থানা-সেনা ক্যাম্পে হামলা, নিহত ১২

কাশ্মিরের কাটুয়া ও সামবা জেলায় এই ঘটনা ঘটে। স্থান দুটি পাকিস্তান সীমান্ত থেকে কয়েক মাইল দূরে।
পুলিশ স্টেশনে হামলার পর সন্দেহভাজন বিদ্রোহীরা পার্শ্ববর্তী সামবা জেলার সেনা শিবিরে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছে। সেনা সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি চলছে।


নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈঠক হওয়ার কথা রয়েছে। ঠিক এই পরিস্থিতিতেই কাশ্মিরে এ ধরনের হামলার ঘটনা ঘটল।
কাশ্মিরের ইন্সপেক্টর জেনারেল রাজেশ কুমার বলেন, “পুলিশ স্টেশনে হামলার পর হামলাকারীরা একটি ট্রাক হাইজ্যাক করে নিয়ে যায়। জাতীয় মহাসড়কে ওই ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে সম্ভবত তারা অপর কোনো গাড়িতে করে প্রতিবেশী সামবা জেলার সেনা শিবিরে হামলা চালিয়েছে। সেখানে এখনো লড়াই চলছে”।



ভারত ও পাকিস্তান উভয়রাষ্ট্রই কশ্মিরকে নিজেদের বলে দাবি করে আসছে। ১৯৮৯ সাল থেকে ভারতশাসিত কাম্মিরে ভারতের শাসন অবসানের লক্ষ্যে সশস্ত্র বিদ্রোহীদের হামলা শুরু হয়।
কাশ্মিরে ভারতের নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অবস্থান রয়েছে। হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য সেখানে মোতায়েন রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে ভারতের পার্লামেন্টে ২০০১ হামলা পরিকল্পনার অভিযোগে কাশ্মিরের আফজাল গুরুকে ফাঁসি দেয়া হয়।

এ ঘটনায় কাশ্মিরে সহিংসতা ছড়িয়ে পড়ে।
মে মাসে পৌলমা জেলায় সন্দেহভাজন বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় ৪ সেনা নিহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।