আমাদের কথা খুঁজে নিন

   

কাশ্মিরে জওয়ানের গুলিতে ৭ সন্ত্রাসী নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে সাত সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল সোমবার উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলার লোয়াবে সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

কুপওয়ারা থেকে ১২০ কিলোমিটার দূরে দারপোরা অঞ্চলের ঘন জঙ্গলে ঘেরা লোয়াবে সন্ত্রাসীদের গোপন আস্তানার খবর পেয়েই সেনা জওয়ানরা তাদের ধরতে তল্লাশি চালায়। সে সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। পাল্টা গুলি চালায় জওয়ানরাও।

সন্ত্রাসীরা কোন সংগঠনের সদস্য তা সঠিক করে জানা যায়নি। তবে সন্ত্রাসীরা এখনও ওই এলাকায় গা ঢাকা দিয়ে আছে বলে জওয়ানদের অনুমান। তাদের তল্লাশিতে আরও অতিরিক্ত জওয়ান পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সাম্প্রতি কালে এত বেশি সংখ্যক সন্ত্রাসীর নাশকতা বানচাল করাকে বড় সাফল্য বলেই মনে করছে সেনাবাহিনী।

এদিকে ঘন অরণ্য হওয়ার কারণে সন্ধ্যার পরেই অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল ভোর থেকে পুনরায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।