আমাদের কথা খুঁজে নিন

   

ওরা উগ্র ওরা নরাধম

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে মাঝরাতে আঁধারের ফাঁক গলে বাতাসে ভর করে- ভেসে আসে করুন সুর কোনো এক বালিকার চিৎকারে। মানুষের রুপে কোন্‌ অসভ্য জানোয়ার-জোর করে, লুটে নিলো সম্ভ্রম,নারীত্বের অপমান পবিত্র এ ধরনীপরে। বোবা কান্না হতাশায় নিয়ত সে মরে যায়- ধিক্কার জানায় তার ক্ষোভে ভরা গোঙ্গানিতে। মাতৃদুগ্ধ পান করে জন্মে কোনো মায়ের উদরে- কেমনে সে পুরুষ জাতি অন্য মাকে ধর্ষন করে?! শিশু আর কিশোরী তরুনী বা ঘরনী- নববধু যুবতী বৃদ্ধা কোনো জননী, আছে মহা বিপদে-হায়েনাদের দাপটে- নিজেকে লুকিয়ে রাখে দরজার কপাটে। চলন্ত বাসে কিম্বা কলেজের রাস্তায়- বখাটেদের যাতনায় পথ চলা ভারি দায়। নারী আজ পন্য লোলুপের দৃষ্টিতে, লুটে নিতে ইজ্জত আছে ওরা ওৎ পেতে। স্নেহময়ী জননী আর আদরিনী ভগিনী- প্রেয়সী যে প্রেমিকা সেতো অতি প্রিয় সঙ্গিনী। কেমনে রাখবে আস্থা বন্ধুত্বের বাঁধনে- বিশ্বাসকে পুঁজি করে ক্ষতি করে গোপনে। ওরা উগ্র ওরা নরাধম-পুরুষ নামের কলংক- ওরা পিশাচ ওরা মানুষ নামের মুর্তিমান আতংক! আমি ঘৃনা করি-ওদের মুখে থুথু দেই,ওরা ধর্ষক- সমাজের বুকে ঠাঁই নাই-কামনা করি ওদের ফাঁসি হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.