আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়া পলিটেকনিক ছাত্র-পুলিশ সংঘর্ষে গাড়ী ভাংচুর বুলেট বিদ্ধ ২

বগুড়ায় পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ী ভাংচুর, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ রাবার বুলেট ও কাদাঁনে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্র করে। আজ বেলা ১২টায় এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
 
জানাগেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রোববার থেকে অনুষ্ঠিতব্য পরিক্ষা স্থগিত ও ডিপ্লোমা সার্ভিস বহালের দাবীতে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে শহরের লতিফপুরে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররা বেলা ১১ টায় কলেজের সামনের রাস্তায় মানববন্ধন শেষে শেরপুর রোড অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ক্যাম্পাসে ফিরে নিয়ে যায়।

ছাত্ররা ভিতরে বিক্ষোভ সমাবেশ করার এক পর্যায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনকে তার অফিসে অবরুদ্ধ করে। দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রদের একটি অংশ বিক্ষুব্দ হয়ে রাস্তায় এসে যানবাহন ভাংচুর শুরু করে। পুলিশ তাদের ধাওয়া করলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিড়্গেপের ঘটনা ঘটে। ছাত্রদের নিয়ন্ত্রনে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছাত্রদের ছত্র ভঙ্গ করে দেয়। এতে রাবার বুলেটে সোহেল রানা (২০) ও সম্রাট নামের দুই ছাত্র আহত হয়।

রাবার বুলেট বদ্ধি অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
 
বগুড়া সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান,  ছাত্ররা সড়ক অবরোধ করার পর যানবাহন ভাংচুর শুরু করে। এসময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩ রাউন্ড রাবার বুলেট ও ১৪ রাউন্ড টিয়ার সেল ছোঁড়া হয়েছে।

সোহেল ও সম্রাট নামের দুই ছাত্র আহত হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।