আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি

বসুন্ধরা ২৯তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের দ্বিতীয় দিনেও চারটি জাতীয় রেকর্ড হয়েছে। প্রথম দিনের চারটিসহ এ নিয়ে দুই দিনে মোট আটটি জাতীয় রেকর্ড হলো আসরে। গতকাল ১৩-১৪ বছর বালক ক্যাটাগরির ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির জাহিদুল ইসলাম ১ মিনিট ৪.১৭ সেকেন্ড টাইমিং করে জাতীয় রেকর্ড গড়ে। এ ইভেন্টে আগের রেকর্ডটি ছিল ১ মিনিট ৬.৬৩ সেকেন্ড। ১১-১২ বছর ক্যাটাগরির ২০০ মিটার বাটারফ্লাইয়ে নয়ন আলী ২ মিনিট ২২.৩৯ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছে।

এ ইভেন্টে আগের রেকর্ডটি ছিল ২ মিনিট ২৭.২৮ সেকেন্ড। প্রথম দিনে নয়ন ১০০ মিটার ফ্রি স্টাইলে জাতীয় রেকর্ড গড়েছিল। এ ছাড়া ১০ বছর বালিকা ক্যাটাগরির ৫০ মিটার ফ্রিস্টাইলে জাতীয় রেকর্ড গড়েছে রাশেদা খাতুন এবং ১৫-১৭ বছর ক্যাটাগরির ২০০ মিটার বাটারফ্লাইয়ে মরিয়ম খাতুন জাতীয় রেকর্ড গড়েছে।

এদিকে ব্যক্তিগত পদক তালিকায় ৯টি স্বর্ণ জিতে সবার চেয়ে এগিয়ে আছে বিকেএসপির আরিফুল ইসলাম। ছেলেদের মধ্যে এ ছাড়াও বিকেএসপির টিটু মিয়া ৮টি ও জাহিদুল ইসলাম ৭টি স্বর্ণ জয় করেছে।

মেয়েদের মধ্যে সর্বোচ্চ ৬টি স্বর্ণ জিতেছে বিকেএসপির সুরাইয়া আক্তার। এ ছাড়া মেয়েদের মধ্যে ৪টি করে স্বর্ণ জয় করেছে মেহেরপুর সুইমিং ক্লাবের রাশেদা খাতুন, সাগরখালী সুইমিং ক্লাবের মরিয়ম খাতুন ও বাংলাদেশ আনসারের কুলসুম খাতুন। দলগত সাফল্যে সবার চেয়ে এগিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সর্বোচ্চ ৪১টি স্বর্ণ জয় করেছে বিকেএসপির সাঁতারু দল। এ ছাড়া বাংলাদেশ আনসার ৯টি, মেহেরপুর, সাগরখালী ও লালনশাহ সুইমিং ক্লাব ৪টি করে স্বর্ণ জয় করেছে।

২টি করে স্বর্ণ জয় করেছে পূর্বাঞ্চল, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ। ১টি করে স্বর্ণ জয় করেছে কুমিল্লা জেলা ও আলমগীর সুইমিং ক্লাব। তিন দিনব্যাপী বসুন্ধরা ২৯তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের শেষ দিন আজ। বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (পি.আর. অ্যান্ড হেড অব এ.এইচ.আর) লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহিদ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।