আমাদের কথা খুঁজে নিন

   

দেশের প্রথম নারী স্পীকার ডঃ শিরীন শারমীন চৌধুরী ।।।।।

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____ সংক্ষেপে ডঃ শিরীন শারমীন চৌধুরী - নামঃ ডঃ শিরীন শারমীন চৌধুরী পিতাঃ সাবেক সচিব রফিকুল্লাহ চৌধুরী মাতাঃ সাবেক পি এস সি সদস্য অধ্যাপক নাইয়ার সুলতানা জন্মঃ ৬ অক্টোবর ১৯৬৬ ( চাটখিল ,নোয়াখালি ) স্বামীঃ সৈয়দ ইসতিয়াক হোসান ( ফার্মাসিউটিক্যাল কনসালটেন্ট ) সন্তানঃ ২ জন রাজনৈতিক ইতিহাসঃ স্পীকার হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২৯ শে এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের কম বয়সী , প্রথম নারী ও উচ্চ শিক্ষিত স্পীকার হিসেবে দায়িত্ব গ্রহন করেন। শিক্ষাগত যোগ্যতাঃ ১. ১৯৮৩ সালে মানবিকে ঢাকা বিভাগে প্রথম (মাধ্যমিক) ২. ১৯৮৫ সালে মানবিকে ঢাকা বিভাগে দ্বিতীয় (উচ্চ মাধ্যমিক) ৩. ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে LLB তে প্রথম শ্রেনীতে প্রথম ৪. ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে LLM প্রথম শ্রেনীতে প্রথম ৫. ২০০০ সালে University of Essex হতে পি এইচ ডি করেন। ( Philosophy in Law; Thesis on “The Right to Life”.) ৬. কমনওয়েলথ স্কলার পেশাগত ইতিহাসঃ ১. 1992: Enrolled as an Advocate, Bangladesh Bar Council. ২. 1994: Enrolled in the Hon’ble High Court Division, Bangladesh Supreme Court. ৩. 2008: Enrolled in the Hon’ble Appellate Division, Bangladesh Supreme Court. ৪. Member, Dhaka Bar Association. ৫. Member, Supreme Court Bar Association. এশিয়াতে ডঃ শিরীন শারমীন চৌধুরী ছাড়াও আবুধাবীতে ডঃ আমান আল কুবাইসী ও ভারতে মীরা কুমার নারী স্পীকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আরো বিস্তারিতঃ http://www.mowca.gov.bd/?page_id=14

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.