আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোন থ্রিজির যাত্রা শুরু

রাজধানীর কিছু এলাকায় তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা (থ্রিজি) চালু করল দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গতকাল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় জিপি হাউসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। সাহারা খাতুন বলেন, 'গ্রামীণফোনের থ্রিজি সেবা চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।' গ্রামীণফোন দ্রুত সারা দেশে থ্রিজি সেবা পেঁৗছে দেবে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, 'দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা যাতে সুলভমূল্যে এ সেবা পায় সে বিষয়েও গ্রামীণফোনকে উদ্যোগী হতে হবে।' গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের সিইও জন ফ্রেডরিক বাকসাস অনুষ্ঠানে বলেন, নতুন এই মোবাইল প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা নতুন নতুন সেবা উপভোগ করতে পারবেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.