আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় খেলোয়াড় পন্টিং-এর বিদায়

আধুনিক ক্রিকেটের বিস্ময়, সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং অধিনায়ক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং কিছুদিন পূর্বে অবসর নিয়েছেন। তাকে নিয়ে ছোট্ট আয়োজন। প্রিয় খেলোয়াড়কে সুদূর বাংলাদেশ থেকে এই শ্রদ্ধা। পরিচয় পূর্ণ নাম : রিকি থমাস পন্টিং ডাক নাম : পান্টার জন্ম তারিখ : ১৯ ডিসেম্বর, ১৯৭৪ জন্মস্থান : তাসমানিয়া, অস্ট্রেলিয়া বয়স : ৩৭ বছর পন্টিংয়ের সেরা ব্যাটসম্যান : ব্রায়ান লারা, শচীন, জ্যাক ক্যালিস পন্টিংয়ের সেরা বোলার : ওয়াসিম আকরাম, অ্যাব্রোস ক্যারিয়ার টেস্ট অভিষেক : ৮ ডিসেম্বর, ১৯৯৫ প্রতিপক্ষ : শ্রীলংকা, ভেন্যু : পার্থ টেস্ট খেলেছেন : ১৬৮, ইনিংস : ২৮৭ টেস্ট সেঞ্চুরি : ৪১, ফিফটি : ৬২ মোট টেস্ট রান : ১৩ হাজার ৩৭৮ ওয়ানডে অভিষেক : ১৫ ফেব্র“য়ারি, ১৯৯৫ প্রতিপক্ষ : দক্ষিণ আফ্রিকা, ভেন্যু : ওয়েলিংটন ওয়ানডে খেলেছেন : ৩৭৫, ইনিংস : ৩৬৫ সেঞ্চুরি : ৩০, ফিফটি : ৮২ মোট ওয়ানডে রান : ১৩ হাজার ৭০৪ বিশ্বকাপ অধিনায়ক : ৩ বার বিশ্বকাপ নিয়েছেন : ২ বার অবসর : ৩ ডিসেম্বর, ২০১২ অর্জন আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার : ২০০৬ এবং ২০০৭ আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার : ২০০৩, ২০০৪ এবং ২০০৫ অ্যালান বোর্ডার পদক : ২০০৪, ২০০৬, ২০০৭ এবং ২০০৯ উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার : ২০০৬ ক্রিকইনফো প্লেয়ার অব দ্য ডিকেড : ২০০০- ০৯ দশক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.