আমাদের কথা খুঁজে নিন

   

সাদা পোশাক-রঙিন বলের 'বন্ধ্যত্ব' ঘুচছে

২০০৫ সালের ৬ জানুয়ারি। স্থান চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম। সাদা পোশাকে টস করতে নামেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জিম্বাবুয়ের অধিনায়ক তাতেন্দা তাইবু। সুমন, এনামুল হক জুনিয়র এবং রফিকের নৈপ্যুণে ওই টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতে ২২৬ রানে। ওইটাই ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ জয় এবং 'পয়মন্ত' এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সর্বশেষ ম্যাচ।

এরপর গড়িয়েছে সাড়ে আট বছর। টাইগাররা দেশের মাটিতে খেলেছে ১১টি টেস্ট সিরিজ। কিন্তু তার মধ্যে একবারের জন্য হলেও আনুষ্ঠানিক কোনো ম্যাচের লাল বল গড়ার সুভাগ্য হয়নি এ স্টেডিয়ামের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফের সাদা পোশাকের ক্রিকেটে ফেরার অপেক্ষার প্রহর গুনছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ের সুতিকাগার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম। ক্রিকেটে ফেরার উপলক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম নিউজিল্যান্ড দলের তিন দিনের প্রস্তুতি ম্যাচকে।

৪ অক্টোবর বিসিবি একাদশ ও নিউজিল্যান্ডের অনুশীলন ম্যাচের মধ্য দিয়ে ফের এ মাঠে গড়াবে রঙিন বল। এম এ আজিজ স্টেডিয়ামের প্রস্তুতি বিষয়ে চট্টগ্রাম ভেন্যু চেয়ারম্যান আজম নাছির উদ্দিন বলেন, 'বিসিবি ও নিউজিল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত এম এ আজিজ। এ অনুশীলন ম্যাচকে টি-২০ বিশ্বকাপের ড্রেস রিহার্সেল বলা যেতে পারে। অনুশীলন ম্যাচ ভালোভাবে শেষ করে টি-২০ বিশ্বকাপের অনুশীলন ম্যাচ বাড়ানোর জন্য বোর্ডের পক্ষ থেকে আইসিসিতে দাবি জানানো হয়েছে। ' বিসিবির একটি সূত্র জানায়, আগামী টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের বেশ কিছু সংস্কার ও উন্নয়নের কাজ করেছে বিসিবি।

বিসিবির অর্থায়নে মাঠে উইকেট তৈরি এবং বসানো হয় ঘাস। নতুন করে স্থাপন করা হয় স্কোর বোর্ড, ক্যামেরা স্ট্যান্ট, গ্যালারিতে টয়লেট। পাশাপাশি সংস্কার করা হয় পুরনো দুটি খেলোয়াড় ড্রেসিং রুম, অফিসিয়াল রুম ও দর্শক গ্যালারি, মিডিয়া রুম। মাঠের অন্যান্য কাজের পাশাপাশি মাঠ সবুজ করার জন্য দেওয়া হচ্ছে সেচ। ২০ আগস্ট এম এ আজিজ স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি, ড্রেসিং রুম, মিডিয়া রুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে আইসিসির পরিদর্শক দল।

তারা সার্বিক প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.