আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়ন্স লিগে গ্রিনপিসের অভিনব প্রতিবাদ

ব্যানারে লেখা ছিল, 'গ্যাসপ্রম, উত্তর মেরু নষ্ট করো না'। ব্যানারের নিচে লেখা ছিল গ্রিনপিসের নাম।
এরপর ছাদ থেকে দড়ি বেয়ে কিছুটা নেমে আসেন চার প্রতিবাদকারী। তখন খেলা প্রায় পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকে।
পরে টাচ লাইনে দাড়িয়ে থাকা অসহায় কর্মকর্তাদের সামনে দিয়েই প্রতিবাদকারীরা ধীরে ধীরে দড়ি বেয়ে আবার ছাদে উঠে যান।


মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের এই ম্যাচে বাসেলকে ১-০ গোলে হারিয়েছে জার্মানির ক্লাব শালকে।
গত ১৮ সেপ্টেম্বর রুশ কর্তৃপক্ষ রাষ্ট্র নিয়ন্ত্রত গ্যাসপ্রমের একটি তেলকূপ উঠার চেষ্টা করার সময় গ্রিনপিসের ৩০ জন কর্মীকে আটক করেছিল।
গ্যাসপ্রম চ্যাম্পিয়ন্স লিগের পৃষ্টপোষক। জার্মানির বুন্দেসলিগার ক্লাব শালকেরও পৃষ্ঠপোষক তারা।
ম্যাচে এই ঘটনার জন্য স্বাগতিক বাসেলকে শাস্তি পেতে হতে পারে।


পরে গ্রিনপিস এক বিজ্ঞপ্তিতে দাবি করে, এই প্রতিবাদের মাধ্যমে উত্তর মেরুর রক্ষাকারীরা রুশ পৃষ্ঠপোষক ও জার্মান ক্লাব এবং উত্তর মেরু অঞ্চলে তেলের জন্য খননের নোংরা কৌশলকে লাল কার্ড দেছিয়েছে।
গ্রিনপিসের দাবি, গ্যাসপ্রম সুমেরু অঞ্চলের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তেল কোম্পানিটির গভীর সাগরে তেল অনুসন্ধানের কোনো অভিজ্ঞতা নেই। কোম্পানিটি এ অঞ্চলে বিশাল ধরণের বিপর্যয় ঘটাবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.