আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়ন্স লিগে লারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এসেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা। চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। কয়েক দিন আগে শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকোর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রিকেটের এই বরপুত্র। এবারের চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টেও দেখা যাবে লারাকে। ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকোর সঙ্গে ভারতে আসবেন তিনি।

ভারত সফরে লারাকে সঙ্গে দারুণ খুশি ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকো কর্তৃপক্ষ। রোমাঞ্চিত ব্রায়ান লারাও। তিনি বলেন, 'এই সফরটা আমার জন্য খুবই সম্মানের। ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকোর সঙ্গে থাকতে পারাটা খুবই আনন্দের। এই দলটি নিয়ে আমি সত্যিই গর্বিত।

' লারা বলেন, 'আমি ভারতে যাচ্ছি শুধু তাদের সঙ্গে থাকার জন্য। আমি ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকোর ম্যানেজমেন্টের অংশ হিসেবে সেখানে যাচ্ছি। আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে। আমি যতটুকু পারি তাদের সহায়তা করার চেষ্টা করব। আমার বিশ্বাস আমি ভারতে দলের ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পাব।

যতটা সম্ভব চেষ্টা করব তাদের সহায়তা করতে। ' ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভার ম্যাচের অধিনায়ক ডোয়াইন ব্রাভো মনে করেন, লারা কোনো দলের সঙ্গে থাকা মানে তাদের আত্দবিশ্বাস বেড়ে যাওয়া। তিনি বলেন, 'লারা সব সময়ই দারুণ কিছু উপদেশ দেন। শুধু দলকে নয়, ব্যক্তিগতভাবেও ক্রিকেটারদের নানাভাবে উৎসাহিত করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হওয়ার পর তিনি আমাকে ভালো করার জন্য নানাভাবে সহযোগিতা করেছেন।

লারা সব সময়ই ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকো ক্রিকেটের জন্য নিবেদিতপ্রাণ। '

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডোয়াইন ব্রাভো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.