আমাদের কথা খুঁজে নিন

   

সাদাকালো স্বপ্ন

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। বুকের ভেতর কিসের যেন একটা ব্যথা অনুভব করি অনেক মেঘ করে কিন্তু তা বৃষ্টি হয়ে ঝরে পরেনা । জমাট গাঢ় অন্ধকার চারপাশে আমার কিসের টানে বার বার ফিরে যাই? বেদনার নীল রং ঘিরে রাখে আমাকে তাইতো নীল আকাশ, নীল প্রজাপ্রতি, নীল শাড়ি আমার বড় ভালো লাগে। জীবন নৌকায় আমি একা কেউ নেই , কেউ কী আদৌ আসবে ? কেউ কী এসে বলবে হাতটি ধরে “আমি আছি তোমার পাশে” । এই মনের গভীরতা কেউ বোঝেনা স্বপ্ন ডানায় ভর করে ভাসতে ভাসতে এখন ক্লান্ত, তাইতো এখন আর স্বপ্ন দেখিনা স্বপ্নগুলো কেন জানি এলোমেলো রঙ্গিন স্বপ্ন হটাৎ দেখি তা সাদাকালো।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।