আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বে রকেট শক্তিতে হিজবুল্লাহ অষ্টম স্থানে: ইসরাইলি জেনারেল।

ঈশ্বরই সেই মানুষের অবস্থার তখনই পরিবর্তন করেন যখন সে নিজে তাঁর অবস্থার পরিবর্তন করে।

এম বি ফয়েজ। । ২ অক্টোবর: ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলীয় সেনা-কমান্ডার মেজর জেনারেল নোয়াম টাইফুন বলেছেন, ক্ষেপণাস্ত্র বা রকেট শক্তির দিক থেকে বিশ্বে হিজবুল্লাহর অবস্থান অষ্টম। হিজবুল্লাহর কাছে থাকা বিভিন্ন ধরনের রকেট, রকেট লাঞ্চার ও মর্টারের কামানের সংখ্যার ভিত্তিতে তিনি এই মূল্যায়ন করেছেন।

টাইফুন বলেছেন, "হিজবুল্লাহ সম্ভাব্য আগামী যুদ্ধে গোটা ইসরাইলকে অচল করে দিতে চায় এবং ইসরাইল দিনের পর দিন ও সপ্তাহর পর সপ্তাহ ধরে অচলাবস্থাকে সহ্য করতে সক্ষম নয়। " অবশ্য জেনারেল টাইফুন এও বলেছেন যে ইসরাইলের সশস্ত্র বাহিনী যে কোনো আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত, তবে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ হবে খুবই জটিল; কারণ, লেবাননে যুদ্ধ করার অভিজ্ঞতা বেশিরভাগ ইসরাইলি সেনার নেই। ইসরাইলের উত্তরাঞ্চলীয় সেনা-কমান্ডের প্রধান জেনারেল টাইফুন আরো বলেছেন, " হিজবুল্লাহ একটি চৌকস দল এবং তারা উন্নত প্রযুক্তি আয়ত্ত করেছে, তাই তারা একটি বিপজ্জনক শত্রু। " ইসরাইলি সশস্ত্র বাহিনীর লজিস্টিক ও প্রযুক্তি বিভাগের প্রধান মেজর জেনারেল কোবি বারাক জানিয়েছেন, হিজবুল্লাহর কাছে এমন উন্নত অস্ত্র রয়েছে যেগুলো উত্তর ইসরাইলের (বা ১৯৪৮ সালে দখলকৃত ফিলিস্তিনের) বিদ্যুত উতপাদন কেন্দ্র, তেল-আবিবের প্রতিরক্ষা ঘাঁটি কিংবা বেনগুরিয়ান বিমানবন্দরের মত নির্দিষ্ট লক্ষ্য বা টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সামরিক রসদ কেন্দ্রগুলোসহ ইসরাইলের নৌ-ঘাঁটিগুলোও হিজবুল্লাহর নির্ভুল হামলার টার্গেট হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

(তথ্যঃরেডিও তেহরান)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।