আমাদের কথা খুঁজে নিন

   

ওষুধ বিক্রি বন্ধ রেখে নজিরবিহীন ধর্মঘট

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজার, ঢাকা মেডিকেলে কলেজ, শাহবাগ ও মালিবাগের ওষুধের মার্কেট ঘুরে দেখা যায় কোনো ফার্মেসি ব্যবসায়ীরা খোলেননি। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিলেট, বরিশাল থেকে একই থবর পাওয়া গেছে।
হাসপাতালগুলোর নিজস্ব ফার্মেসি খোলা থাকলেও সেসব দোকানে দেখা যায় প্রচণ্ড ভিড়।  
এদিকে জরুরি ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওষুধ কিনতে আসা রোগী ও তাদের স্বজনরা।
তারা বলছেন, যেখানে হরতালের মধ্যেও ওষুধের দোকান খোলা থাকে, সেখানে সারা দেশে এভাবে অত্যন্ত জরুরি এ সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন কোনোভাবেই মেনে নেয়া যায় না।

   
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপ সচিব মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের হাতে ক্ষুদ্র ব্যবসায়ী নির্যাতনের প্রতিবাদে আজ সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দেশের সব ফার্মেসি বন্ধ থাকবে। আজ ধর্মঘট পালনের পর বৈঠক করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ”
একই কারণে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড পারফিউমারি অ্যাসোসিয়শনের ব্যবসায়ীরাও বৃহস্পতিবার সকাল থেকে দোকান বন্ধ রেখেছেন।
মনিরুল দাবি করেন, সারা দেশেই ওষুধ ব্যবসায়ীরা তাদের এই ধর্মঘটের সঙ্গে আছেন। সকালে দুয়েকটি স্থানে ফার্মেসি খুললেও সমিতির অনুরোধে তারা বন্ধ করে দিয়েছেন।

 
“নোখায়াখালীতে একটি দোকান খুলেছিল। সমিতির লোকজন বলে পরে সেটি বন্ধ করে দিয়েছে। ”
গত ২৯ সেপ্টেম্বর মিটফোর্ড-বাবুবাজারের সমিতি মার্কেট, ইউসুফ মার্কেট, আলী মার্কেট, নায়না মার্কেট, খান মার্কেট, নুরপুর মার্কেট, ঢাকা মার্কেট ও সুরেশ্বর মার্কেটে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ও অবৈধ  ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা এবং এক কোটি ২৮ লাখ টাকা জরিমানা করা হয়। আটক করা হয় ৯৪ জনকে।


এর প্রতিবাদে মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় প্রায় ১৫টি ওষুধের মার্কেটে আড়াই হাজারের বেশি দোকান দুই দিন ধরে বন্ধ রেখে বিক্ষোভ দেখান ওষুধ ব্যবসায়ীরা।
সোমবার বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে ওষুধ ব্যবসায়ীদের বৈঠক থেকে বৃহস্পতিবার সারা দেশে ধর্মঘটের এই সিদ্ধান্ত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.