আমাদের কথা খুঁজে নিন

   

মশার ওষুধ

পরে বলব

ঢাকার একটি ফুটপাতে এক ব্যক্তি মশার ওষুধ বিক্রি করছে । অল্প কিছু্ক্ষনে অনেক মানুষ জমে যায় । এক প্যাকেট ওষুধ মাত্র ১০ টাকা । এ ওষুধ ব্যবহার করলে নাকি মশা কামড়ানোর কোনো চান্সই পাবেনা । রাতে ঘুমানোর আগে প্যাকেটটি খুলে ওষুধ ব্যবহার করলে নাকি মশা আর কাছে আসার সাহস পায় না ।

দরজা জানালার পাশে প্যাকেটের পাউডারগুলো চিটিয়ে দিলেই নাকি মশার বংশ শ্যাষ । যাই হোক রিক্সা চালক জামাল ২০ টাকা দিয়ে দুই প্যাকেট ওষুধ কিনলেন । বাড়ি গিয়ে আনন্দে বউকে বললেন মশােয়েআর ঝামেলা পোহাতে হবেনা , ওষুধ এনেছি । ঘুমানোর আগে জামাল বউকে ওষুধ খুলতে বললেন , বউ প্যাকেট খুলছে । খুলে দেখলো কাগজে পেছানো আরেকটি প্যাকেট , পেছানো কাগজ খুলে জামালের বউয়ের চোখ বড় হয়ে উঠল ।

এই তুমি কি ওষুধ আনলা এগুলো মনে হচ্চে মাটির গুড়ো , তবে সঙ্গে একটা সাদা কাগজের টুকরো আছে তাতে কি যেন লেখা আছে । জামাল বলল কাগজে কি লেখা আছে পড়ো তো ? এখানে লেখা আছে - মশার ওষুধ মশারী , কোনো টেনশন না করে মশারীটা টাঙ্গিয়ে ঘুমিয়ে পড়ুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।