আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমবারের মত বাংলা গানে ৫.১ সারাউন্ড সিস্টেমের ব্যবহার



প্রথমবারের মত বাংলা গানের জগতে পরবর্তী প্রজন্মের মিউজিক সিস্টেম ব্যাবহৃত হতে যাচ্ছে। সিডনী প্রবাসী শব্দ প্রকৌশলী সৌর পান্ডে প্রথম কোন বাংলা গানে ৫.১ সারাউন্ড সিস্টেম করতে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন যে, গানে এই শব্দকৌশল ব্যাবহারের ফলে শ্রোতারা হোম থিয়েটার ব্যাবহার করে বাংলা গানে সম্পূর্ণ ভিন্ন মাত্রার স্বাদ পাবে যা এতদিন পশ্চিমা গানে পাওয়া যেত। সাধারণত অত্যাধুনিক বিদেশী সিনেমা কিংবা গেমসএ উচ্চপ্রযুক্তির ৫.১ অথবা ৭.১ সারাউন্ড সাউন্ড ব্যাবহার করা হয়ে থাকে। অডিও গানে প্রথমবার ব্যাবহৃত হলেও এ প্রযুক্তি আমাদের দেশে একেবারেই নতুন নয়, দেশে বেশ কিছু চলচ্চিত্রে ইতোমধ্যে ৫.১ ডলবি সাউন্ড মিক্স করা হচ্ছে।

৫.১ সারাউন্ড সিস্টেম এ সাধারণত একটি সাবঊফার ছাড়াও ৫ টি চ্যানেল থাকে যা লেফট, রাইট, সেন্টার, রিয়ার লেফট, রিয়ার রাইট চ্যানেলে পুরো ঘরে শব্দ ছড়িয়ে দেয়। ফলে মানব মস্তিস্ক মিউজিকের প্রতিটি নির্দিষ্ট মাত্রা এবং অবস্থানের ত্রিমাত্রিক ধারণা তৈরি করতে পারে। এই শব্দকৌশল ব্যাবহারে গান আরও শ্রুতিমধুর হবে এবং অনুভবে নতুন মাত্রা যোগ করবে যা আরো পরিপূর্ণভাবে সংগীতের রস আস্বাদনে সহায়তা করবে। সৌর পান্ডে নিশ্চিত করেছেন যে, এখন থেকে তার মিক্সিং করা প্রতিটি গানেই এই প্রযুক্তি ব্যাবহার করা হবে। উল্লেখ্য ২০০৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে তার করা বেশ কিছু অ্যালবাম এবং গান বের হয়েছে।

এক্ষেত্রে তিনি নিজস্ব স্টুডিও, 'সাউন্ড রক অডিও ল্যাব' ব্যাবহার করেন। এরপর ২০০৯ সালে বের হয় তার ফিচারিং অ্যালবাম "ছিন্ন পত্র"। শ্রোতাদের সুবিধার জন্য তার আগের অ্যালবামের তিনটি গান শীঘ্রই অনলাইনে মুক্ত হতে যাচ্ছে ৫.১ এ, (লিংক- https://www.facebook.com/souraproduction) । এছাড়া আগামী ডিসেম্বরে তানভীর আহমেদের ষষ্ঠ মিক্সড অ্যালবামে তার নিজের একটি গান থাকছে যাতে তিনি ৫.১ সারাউন্ড সাউন্ড প্রযুক্তি ব্যাবহার করেছেন। সৌর পান্ডে এই মাধ্যমে জড়িত সবাইকে এই প্রযুক্তি ব্যাবহারের আহ্বান জানান।

এতে করে মিউজিক কোম্পানিগুলো ৫.১ প্রযুক্তির অ্যালবাম প্রকাশে আগ্রহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.