আমাদের কথা খুঁজে নিন

   

থ্রিজির সাশ্রয়ী ডেটা প্যাকেজ আনছে এয়ারটেল

সাশ্রয়ী খরচে থ্রিজি ব্যবহারের সুবিধা দেবে এয়ারটেল। এখনও ডেটা প্যাকেজের আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও সাশ্রয়ী ডেটা প্যাকেজের কথা ভাবছে প্রতিষ্ঠানটি।
এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত থ্রিজির সুবিধা দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ব্যাপক বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বি মোবাইল অপারেটরগুলোর চেয়ে বাড়তি কিছু দেওয়ার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও এয়ারটেলের থ্রিজি ব্যবহার করতে আলাদা সিমকার্ড কেনার প্রয়োজন পড়বে না।

নতুন এয়ারটেল ডঙ্গল বাজারে আসবে।
এয়ারটেল সূত্র জানিয়েছে, থ্রিজির সেবা বাড়াতে পাঁচ কোটি মার্কিন ডলারের বেশি নতুন বিনিয়োগ করতে পারে প্রতিষ্ঠানটি।
এর আগে ২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন ঢাকার এয়ারটেলের করপোরেট অফিসে এয়ারটেল থ্রিজির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ক্রিস টবিট বলেন, বাংলাদেশে থ্রিজির বাজার নিয়ে আমরা আশাবাদী। উন্নত থ্রিজি সেবা দিতে এয়ারটেল সব ধরনের পদক্ষেপ নেবে।


এয়ারটেল বর্তমানে পরীক্ষামূলকভাবে গুলশান ও বনানীতে থ্রিজি চালু করেছে। অক্টোবর মাসের শেষ নাগাদা ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন অঞ্চলে থ্রিজি চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালের জানুয়ারি নাগাদ দেশের সবগুলো জেলা শহরে সাশ্রয়ী ডেটা প্যাকেজে থ্রিজি চালু করার পরিকল্পনা করেছে এই মোবাইল অপারেটর।

এ বছরের ৮ সেপ্টেম্বর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত নিলামে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছিল এয়ারটেল।

এয়ারটেলের পাশাপাশি থ্রিজি সেবা চালু করতে কাজ করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

এরিমধ্যে গ্রামীণফোন ও রবি আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক থ্রিজি উদ্বোধন করেছে।

এখনও কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেই থ্রিজির ডেটা প্যাকেজের ঘোষণা আসেনি। ইন্টারনেট ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই সাশ্রয়ী খরচে ইন্টারনেট সুবিধার জন্য দাবি করছেন। দ্রুত গতির থ্রিজি সেবার সঙ্গে এর ডেটা প্যাকেজের দামও সহনীয় চান তাঁরা।

বর্তমানে থ্রিজির ডেটা প্যাকেজের দাম নির্ধারণে মোবাইল অপারেটরা টেলিটক থ্রিজির ডেটা প্যাকেজের কাছাকাছি রাখার চেষ্টা করছে বলেই একটি সূত্র জানিয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.