আমাদের কথা খুঁজে নিন

   

আদালতে সাকা'র আইনজীবী যা বললে!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আজন্ম শুনে আসছি, এই নীতিবাক্য যে আইনের চোখে সবাই সমান। কিন্তু জগণ্য খুনি ও কুখেত্য স্বধীনতা বিরোধী সাকা চৌধুরীর আইনজিবী আমাদের বুঝিয়ে দিলেন একটি পুজিঁবাদী রাষ্ট্রে কথাটা আদপে কথার কথা, আদালতে দাড়িয়েঁ তার আইনজীবি আহাসানুল হক বললে, রাষ্ট্র পক্ষের বেশির ভাগ সাক্ষীই ভিখারি ও বাউন্ডুলে। তার কথার ধরণ শুনে মনে হয় ভিক্ষারিদের ন্যয্য কথা বলার অধিকার নেই। সাকার আইনজিবী এই কথা বলার আগে একবারও চিন্তা করে দেখার অবকাশ পায়নাই যে তার মক্কেল কত বড় ভিক্ষুভ! ব্যক্তিগত ভাবে কোন দরিদ্র মানুষ সাকার কাছে অর্থ সাহায্যের জন্য গেলেও যেতে পারে এর দায় সামগ্রীক ভাবে কোন দরিদ্র জনগোষ্ঠীর উপর বর্তায় না। অথচ নিরবাচন এলেই যে সাকা এই দরিদ্র মানুষগুলো কাছে ভোট ভিক্ষার জন্য ছুটে যায় এটা যে জনাব আহাসানুল হক বেমালুম চেপে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.