আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশে বেলুন পাঠাল নাসা

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিসন নামের ৬৭১ ফুট লম্বা এ বেলুন আইএসওএন ধূমকেতুর নতুন রহস্য উন্মোচন করবে। আট হাজার পাউন্ড ওজন বহনে সক্ষম বেলুনটি কক্ষপথের বিভিন্ন দিক অতিক্রমের সময় ছবি তুলে পৃথিবীতে পাঠাবে।
২৮ নভেম্বর টেলিস্কোপ ছাড়া ধূমকেতুটি আকাশে খালি চোখেই দেখা যাবে। ২৮ সেপ্টেম্বর ব্রিসন মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছে নাসা। এটি এক লাখ ৪০ হাজার ফুট গতিতে মহাকাশের উদ্দেশে যাত্রা করে।
এদিকে নাসা এক বিবৃতিতে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল টেলিস্কোপের মাধ্যমে ব্রিসনের অবস্থান পর্যবেক্ষণ করছেন। টেলিস্কোপের সঙ্গে ব্রিসনের কিছুটা যান্ত্রিক গোলযোগের ফলে নতুন কোনো তথ্য পায়নি নাসা। এ সমস্যা সমাধানে নাসার একটি টিম কাজ করছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।