আমাদের কথা খুঁজে নিন

   

গলার কাঁটা না খোপার কাঁটা???



সিলেটের সমাবেশ থেকে ছাত্রদলকে তাড়িয়ে দিয়েছে শিবির। খুলনার মহাসমাবেশে জামাতের আধিক্য ছিল বেশি। স্থানীয় এমপি- বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু জামাত শিবিরের আচরণে ক্ষুব্ধ। মনজু তো প্রকাশ্যে বলেছেন- জামাত এখন বিএনপির গলার কাটা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি কার্যকর কোনো আন্দোলন গড়তে পারে নাই মুলত জামাতের অসহযোগিতার কারণে।

যে কোনো সমাবেশে তারা তাদের নেতাদের মুক্তি দাবিতেই শ্লোগান দিয়েছে। এসব কারণে বিএনপির যুক্তিসঙ্গত আন্দোলন নির্বাচনকালীন সরকার গঠনের আন্দোলনকে সরকার সহজেই যুদ্ধাপরাধের বিচার বানচাল করার আন্দোলন বলে প্রচার করতে পেরেছে। এই কারণে জামাত হয়ে উঠেছে বিএনপির অভ্যন্তরীণ শত্রু। এমনকি সামনের নির্বাচনে জামাত সরকারের সাথে এক ধরনের সমঝোতা করে নির্বাচনে অংশ নেবে না তা নয়্ কারণ এখন তাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। বিএনপি যদি জামাতকে ত্যাগ করে তাহলে নির্বাচনে বিজয় কঠিন হয়ে পড়বে।

কিন্তু দীর্ঘমেয়াদে এটি বিএনপির জন্য লাভ। বিএনপি যদি জামাত বিহীন অবস্থান সৃষ্টি করে তাহলে দোদুল্যমান প্রায় সব ভোট তার পক্ষে টানা সম্ভব। আওয়ামী লীগের বর্তমান যে অবস্তা মানুষ এখন এম একটি বিকল্প চায় যেখানে জামাত থাকবে না- আওয়ামী লীগ তো নয়ই। কিন্তু মুস্কিল হলো বিএনপির নেতারা জামাতকে গলার কাটা মনে করলেও- শীর্ষ নেতারা তো জামাতকে খোপার কাটাই মনে করে। আর এটাই সবচেয়ে বড় সমস্যা।

সেটা বিএনপির জন্যই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.