আমাদের কথা খুঁজে নিন

   

টিকফা গলার ফাঁস ।

বাটি চালান তখনই দিতে হয়, যখন চোর ধরার বৈজ্ঞানিক সব কৌশল অকেজো হয়ে যায়
ভক্তের ফাঁস ভক্তরা বলে ঋণ, আমি বলি গলায় ফাঁস, ভক্তরা বলে ঋণ ,আমি বলি দাসভিত্তি , ভক্তরা বলে ঋণ দিয়ে কিনি অস্ত্র ,কিনি শক্তি আমি বলি ক্যান কিনি চাই – ভস্ম ? ভক্তরা বলে ঋণ, আমি বলি এটা শ্রমিকের লাল রক্ত । ভক্তরা দেখে ব্যবসা ,আমি দেখি বীভৎস । ভক্তরা ভলে টিকফা দিবে মুক্তি আমি বলি টিকফায় হবে বিক্রি মুক্তি । সত্যি চুক্তি না, এটা দাসভিত্তি সত্যি চুক্তি না এটা জাতিও দাসভিত্তি , রাষ্ট্রীয় অবলুপ্তি । তাই ভক্তরা বলে ভক্তি আমি বলি দাসভিত্তি ।

পড়ে দেখ খসড়া ,দিল চাপড়া দেখ প্রতি শব্দে দাসভিত্তি , নয় মুক্তি । আমি বিস্ময় , দেখি ভক্তের ভক্ত বুদ্দিজীবী, পত্রিকা , প্রিন্ট মিডিয়া । দলভুক্ত বুদ্বী-বিবেচনা । ভক্তরা বলে বিশ্বায়ন , আমি বলি বৈধ শাসন – শোষণ , শিরহরন । ভক্তরা বলে বাণিজ্য বিবরণ ,আমি বলি ব্যবসা হরণ , বন্ধিত্ব বরণ ।

ভক্তরা বলে ওরা বিশ্ব ব্রাহ্মণ , আমি দেখি ওদের জীর্ণ-শীর্ণ ব্যাধিতে ঢাকা আবরণ, ভ্যবিচারী ব্যাধি , বর্বরতার ব্যাধি , বধের ব্যাধি । ভক্তরা বলে ক্যান এত বাধা বচন । বাবু, আমি বলি এ যে ভক্তির ব্যাকরণ ,বিকার ভক্তি-বচন । এত ভক্তি , এত ভক্তি - তবু আজ বলি ভক্তরা খুঁজুক ভক্তি , আমি বুঝে খুজি ভাব-বুদ্বির মুক্তি । ২৫.১১.২০১৩
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।